shono
Advertisement
Mallikarjun Kharge

'মোদি কি গ্যারান্টি' নিষ্ঠুর রসিকতা! প্রধানমন্ত্রীর আক্রমণে পালটা তোপ খাড়গের

খাড়গের তোপ, '১৪০ কোটি ভারতীয়র জন্য 'মোদি কি গ্যারান্টি' এক নিষ্ঠুর রসিকতা মাত্র।'
Published By: Biswadip DeyPosted: 09:38 AM Nov 02, 2024Updated: 09:42 AM Nov 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি কংগ্রেস। এমনই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র কটাক্ষ করলেন শতাব্দীপ্রাচীন দলটিকে। তাঁকে পালটা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

Advertisement

গতকাল, শুক্রবার কর্নাটকে কংগ্রেসের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আক্রমণ করেন মোদি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'কংগ্রেস এখন বুঝতে পারছে, অবাস্তব প্রতিশ্রুতি দেওয়াই যায়। কিন্তু তাকে কার্যকর করা কতটা কঠিন বা অসম্ভব। প্রচারের পর প্রচারে তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। যেগুলি তারা নিজেরাও জানে কখনও পূরণ করা সম্ভব নয়। এখন ওদের সব কিছু ফাঁস হয়ে গিয়েছে।' সেই সঙ্গেই প্রধানমন্ত্রীর দাবি, কর্নাটকে ভোটের আগে পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস।

শনিবার খাড়গে পালটা দিয়েছেন প্রধানমন্ত্রীকে। এক্স হ্যান্ডলে জানতে চেয়েছেন, 'আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কী হল? মিথ্যা, প্রতারণা, ভুয়ো প্রতিশ্রুতি, লুট এবং প্রচার হল আপনার সরকারকে বোঝানোর সেরা পাঁচটি বিশেষণ। ২০২৪ সালের ১৬ মার্চ ১০০ দিনের কাজ নিয়ে আপনার ঢক্কানিনাদ আসলে ছিল সস্তা পিআর স্টান্ট। আপনি তো দাবি করেছিলেন ২০৪৭ সালের রোডম্যাপ তৈরি করতে আপনারা ২০ লক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত আরটিআই জমা পড়তেই তা জানাতে অস্বীকার করা হয়েছে। এর থেকে আপনার মিথ্যেটাই ধরা পড়ে গিয়েছে।'

সেই সঙ্গেই তিনি লেখেন, বিজেপির 'বি' আসলে 'বিট্রেয়াল' এবং 'জে' অর্থে 'জুমলা'। তাঁর আরও তোপ, 'আচ্ছে দিন, বছরে দু’কোটি চাকরি, বিকশিত ভারত’ এই সব প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন মোদি। খাড়গের দাবি, '১৪০ কোটি ভারতীয়র জন্য 'মোদি কি গ্যারান্টি' এক নিষ্ঠুর রসিকতা মাত্র।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি কংগ্রেস।
  • এমনই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র কটাক্ষ করলেন শতাব্দীপ্রাচীন দলটিকে।
  • তাঁকে পালটা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
Advertisement