shono
Advertisement
Ajit Pawar

'পূর্ণাঙ্গ তদন্ত হোক', অজিত পওয়ারের আকস্মিক প্রয়াণে দাবি শোকাবিষ্ট মমতার, শোকপ্রকাশ মোদির

মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে আচমকাই ভেঙে পড়ে বিমান। ডিজিসিএর তরফ থেকে জানানো হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী-সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে।
Published By: Kousik SinhaPosted: 11:01 AM Jan 28, 2026Updated: 12:09 PM Jan 28, 2026

বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। বুধবার সকালে আচমকাই ভেঙে পড়ে তাঁর ব্যক্তিগত বিমান। অভিশপ্ত সেই বিমানেই অজিতের সঙ্গে ছিলেন আরও চারজন। মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে আচমকাই ভেঙে পড়ে সেই বিমান। ডিজিসিএর তরফ থেকে জানানো হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী-সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া। এক্স হ্যান্ডেলে টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। পাশাপাশি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Advertisement

ঘটনার পরেই অফিসিয়াল সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, 'অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং স্তম্ভিত। আজ সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে। এ এক বিরাট ক্ষতি।'' ঘটনায় অজিত পওয়ারের কাকা শরদ পাওয়ার এবং পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রশাসনিক প্রধান। পাশাপাশি এই ঘটনায় যথাযথ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, 'এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।''

ঘটনার পরেই সমাজমাধ্যমে শোকপ্রকাশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও তার আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশকে ফোন করেন তিনি। দুর্ঘটনার বিস্তারিত খোঁজ নেন বলে খবর।

এরপরেই সমাজমাধ্যমে পাওয়ারকে জননেতা উল্লেখ করে প্রধানমন্ত্রী লেখেন, 'অজিত পাওয়ার জননেতা ছিলেন। তৃণমূল স্তর পর্যন্ত তাঁর যোগাযোগ ছিল। মহারাষ্ট্রের জনগণের সেবায় তাঁর সর্বদা অগ্রণী ভূমিকা থাকত। পরিশ্রমী এবং সর্বজন সম্মানিত অজিতের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।'' একইসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর টুইটে প্রশাসনিক বিষয়ে অজিত পাওয়ারের বোধগম্যতা এবং দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতি আগ্রহের কথাও উঠে এসেছে।

শুধু প্রধানমন্ত্রী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ থেকে শুরু করে কলেই শোকপ্রকাশ জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement