সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুর মায়ের সঙ্গে প্রেম! মাঝে মধ্যেই বাড়িতেই লুকিয়ে দেখা করতেন তাঁরা। ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে তাদের ধরে ফেলে বন্ধুর পরিবার। তারপরই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মহিলার স্বামী, জামাই ও আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের সিতামারহিতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজা কুমার। বয়স ২২ বছর। তিনি বিহারের চিকনা গ্রামের বাসিন্দা। রাজার এক বন্ধুর মা রীনাদেবীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। বন্ধুর বাড়িতে রাজার প্রায় নিত্য যাতায়াত ছিল। সেই সূত্রেই রীনাদেবীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এর মাঝেই রাজা দিল্লির একটি হোটেলে কাজ নিয়ে চলে যান। প্রায় সপ্তাহখানেক আগে বাড়িতে ছুটিতে আসেন তিনি। তারপর রীনাদেবীর সঙ্গে গোপনে দেখা করতে যান। তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন রীনাদেবীর পরিবার।
অভিযোগ, ঘনিষ্ঠ অবস্থায় দেখার পর ওই মহিলার স্বামী ও জামাই রাজাকে বেধড়ক মারধর করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাড়ি থেকে বারও করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানেই মৃত্যু হয় রাজার। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, যুবক বমি করতে থাকেন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।"
ছেলের মৃত্যুর পর পুলিশে অভিযোগ জানিয়েছে রাজার বাবা। অভিযোগের ভিত্তিতে রীনাদেবী, তাঁর স্বামী জগদীশ রাই, জামাই রাজীব কুমার ও আরও দু'জন আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মারধরে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন রীনাদেবী ও তাঁর স্বামী। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি করা হচ্ছে।