shono
Advertisement

Breaking News

WhatsApp

ছবি-ভিডিও পাঠানোর প্রাইভেসি ফিচারে বড় পরিবর্তন আনছে WhatsApp, জেনে নিন খুঁটিনাটি

কী জানাল সংস্থা?
Published By: Tiyasha SarkarPosted: 02:07 PM Apr 06, 2025Updated: 02:26 PM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন আর শুধু ব্যক্তিগত কাজ নয়, অফিস-সহ যাবতীয় কাজেই ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। স্বাভাবিকভাবেই বহু প্রয়োজনীয় নথি আদান-প্রদান হয় এই অ্যাপে। তবে আবার অযথাই বহু ছবি-ভিডিও আসে। যা না চাইতেও ডাউনলোড করে ফেললেই নষ্ট নয় ডেটা ও জায়গা। এই সমস্যা সমাধানে এবার প্রাইভেসি ফিচারে বদল আনছে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? প্রথমদিকে হোয়াটসঅ্যাপে আসা যে কোনও ছবি বা ভিডিও নিজে থেকেই ডাউনলোড হয়ে যেত। সেভ হয়ে যেত গ্যালারিতে। পরবর্তীতে প্রাইভেসি ফিচারে বদল আসে। বর্তমানে আপনি যা চাইলে কোনও কিছুই ডাউনলোড হবে না। আপনি ক্লিক করলে তবেই ডাউনলোড হবে। কিন্তু একইসঙ্গে সেভ হয়ে যায় গ্যালারিতে। ফলে না চাইলেও ডেটা ও স্পেস, দুটোই নষ্ট হয়। এই সব কথা মাথায় রেখেই নয়া ফিচার আনছে সংস্থা। জানা যাচ্ছে, এবার থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি-ভিডিও প্রাপকের গ্যালারিতে সেভ হবে কি না, তা ঠিক করতে পারবেন প্রেরক। এতে একে যেমন ডেটা বাঁচবে, তেমন ছবি-ভিডিওর অপব্যবহার কমবে।

সংস্থা সূত্রে খবর, ছবি বা ভিডিও গ্যালারিতে সেভ হবে কি না, সেসংক্রান্ত কন্ট্রোল থাকবে প্রেরকের হাতে। তিনিই ঠিক করবেন, যা পাঠাচ্ছেন প্রাপক তা আদৌ সেভ করতে পারবেন কি না। জানা যাচ্ছে, শুধু ছবি-ভিডিও নয়, পরবর্তীতে টেক্সটের ক্ষেত্রেও চালু হবে এই ফিচার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছবি-ভিডিও পাঠানোর প্রাইভেসি ফিচারে বড় পরিবর্তন আনছে WhatApp।
  • এবার থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি-ভিডিও প্রাপকের গ্যালারিতে সেভ হবে কি না, তা ঠিক করতে পারবেন প্রেরক।
Advertisement