shono
Advertisement
Bihar

কলেজ চত্বরে যুবককে গণপিটুনি, চাটানো হল থুতু! বিহারে নৃশংস অত্যাচারের ভিডিও ভাইরাল

নির্যাতিতর মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 06:25 PM Dec 22, 2024Updated: 06:25 PM Dec 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজ চত্বরের মধ্যে যুবককে বেধড়ক মার। রীতিমতো গণপিটুনি দেওয়ার পাশাপাশি বাধ্য করা হল থুতু চাটতে। যুবকের উপর নৃশংস অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ঘটনা প্রকাশ্যে আসতেই নির্যাতিতর মায়ের অভিযোগের ভিত্তিতে ৩ সন্দেহভাজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, এই হামলার ঘটনা ঘটে গত ১৬ ডিসেম্বর মুজফফরপুরের এমএসকেবি কলেজে। নবীন হাসান নামে ওই যুবককে ঘিরে ধরে লাঠি, বেল্ট দিয়ে বেধড়ক মারে একদল যুবক। কান ধরে ওঠবোস করানো হয়। নির্যাতন এখানেই থামেনি থুতু ফেলে সেই থুতু চাটতে বাধ্য করা হয় ওই যুবককে। এই নির্যাতন চলাকালীন হামলাকারী দলেরই কোনও যুবক ঘটনার ভিডিও করেন। যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নবীনের মা থানায় অভিযোগ দায়ের করেন তিন জনের বিরুদ্ধে।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনা মুজফফরপুরের এক বেসরকারি কলেজের। কলেজের মধ্যেই ওই যুবককে মারধর ও নৃশংস নির্যাতন করা হচ্ছিল। তবে অভিযুক্তরা ওই কজেলের পড়ুয়া কিনা তা জানা যায়নি। এবং কী কারণে এই হামলা তাও স্পষ্ট নয়। নির্যাতিত যুবকের কাছ থেকে গোটা বিষয়টি জানার চেষ্টা চলছে। এই ঘটনার পিছনে র‌্যাগিংয়ের যোগ রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা চলছে।

ঘটনা প্রসঙ্গে যুবকের এক আত্মীয় জানান, কলেজে যেতেই তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে অভিযুক্তরা। এই হামলার সময় সেখানে অনেকে উপস্থিত ছিলেন তবে কেউই সাহায্যে এগিয়ে আসেননি। বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেন ও ছবি তোলেন। নবীনের মায়ের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলেজ চত্বরের মধ্যে যুবককে বেধড়ক মার।
  • রীতিমতো গণপিটুনি দেওয়ার পাশাপাশি বাধ্য করা হল থুতু চাটতে।
  • যুবকের উপর নৃশংস অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Advertisement