shono
Advertisement

Breaking News

২০২০ দিল্লি হিংসা: দু’বছর গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, ধৃত IB কর্তার ‘খুনি’

তেলঙ্গানা থেকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।
Posted: 02:28 PM Oct 13, 2022Updated: 02:28 PM Oct 13, 2022

সোমনাথ রায়, নয়াদিল্লি: ২০২০ সালে দিল্লি হিংসায় (Delhi Riot) খুন হয়েছিলেন আইবি আধিকারিক অঙ্কিত শর্মা। দু’বছর পর আইবি অফিসারকে খুনের অভিযোগে মূল অভিযুক্ত মুঞ্জতাজিম ওরফে মুসা কুরেশিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তেলঙ্গানা থেকে মুসা কুরেশিকে গ্রেপ্তার করা হয় বলে খবর।

Advertisement

দিল্লি পুলিশ সূত্রে খবর, ৩৪ বছর বয়সি মুসা কুরেশি উত্তর পূর্ব দিল্লির চাঁদ বাগ এলাকার বাসিন্দা। ১০ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এক মহিলাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ রয়েছে কুরেশির বিরুদ্ধে। তার খোঁজ দিলে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

[আরও পড়ুন: হাই কোর্টে বড় ধাক্কা, গান্ধীমূর্তির পাদদেশে আর ধরনা দিতে পারবে না ২০১৪’র টেট উত্তীর্ণরা]

দিল্লির হিংসা চলাকালীন চাঁদ বাগ এলাকায় খুন হয়েছিলেন আইবি আধিকারিক অঙ্কির শর্মা। তাঁকে ৫২ বার কুপিয়ে দেহ ড্রেনে ফেলে রেখে যায়। অভিযোগ, হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কুরেশি। তারপর থেকেই বহুদিন ধরেই কুরেশির খোঁজ করছিল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। কিছুদিন আগে ভারচুয়াল নম্বর থেকে ভাইকে ফোন করেছিল সে। তারপরই ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায় তেলঙ্গানায় লুকিয়ে রয়েছে সে। এরপর বিশেষ দল গঠন করে কুরেশিকে গ্রেপ্তার করল পুলিশ। 

কুরেশিকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, মামার বাড়ির আত্মীয়দের সঙ্গে সে কসাইয়ের কাজ করত। পরে উত্তরপ্রদেশের একাধিক দুষ্কৃতীদের সঙ্গে জড়িয়ে পড়ে সে। একের পর এক দুষ্কর্মে জড়িয়ে পড়ে। 

[আরও পড়ুন: আর্থিক লেনদেন ঘিরে বিবাদ, চেতলায় যুবককে পিটিয়ে খুন!]

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থন ও সিএএ বিরোধী আন্দোলনের প্রতিবাদে ফেব্রুয়ারি মাসের শেষেই উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। প্রায় চার দিন ধরে চলা এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয় দিল্লির উত্তর-পূর্ব প্রান্ত। সেই হিংসাশ্রয়ী আন্দোলনেই নিহত হন আইবি কর্মী অঙ্কিত শর্মা। দিল্লির নর্দমা থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার হন আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন। সলমন নামের আর এক যুবককেও গ্রেপ্তার করা হয়। পরে জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এবার পুলিশের জালে আরও এক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement