shono
Advertisement

বিদায় পারিকর, জনতা পরিবৃত শোভাযাত্রার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় যোগ দিলেন হাজার হাজার মানুষ৷ The post বিদায় পারিকর, জনতা পরিবৃত শোভাযাত্রার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য appeared first on Sangbad Pratidin.
Posted: 06:42 PM Mar 18, 2019Updated: 06:45 PM Mar 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনভর যেমন জনতা পরিবৃত হয়ে ছিলেন, তার চেয়েও বেশি মানুষ তাঁর শেষযাত্রার সঙ্গী হলেন৷ এমনিতে গোয়ায় সন্ধে নামে অনেকটা দেরিতে৷ কিন্তু সোমবারের বিকেলের আলো বড় তাড়াতাড়ি ম্লান হয়ে গেল যেন৷ রাজধানী পানাজি এবং তার আশেপাশের কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে শুধুই জনতা আর জনতা৷ সকলের অভিমুখ কামপালের এসএজি গ্রাউন্ড, মূল পানাজি থেকে ৪ কিলোমিটার দূরে৷ সেখানেই মনোহর পারিকরের দাহ সম্পন্ন হয়৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়৷

Advertisement

ধর্মের ঊর্ধ্বে মানবতা, হিন্দু-মুসলিম দুই মহিলা পরস্পরের স্বামীকে দান করলেন কিডনি

বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কলা অ্যাকাডেমিতে শায়িত ছিল গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের দেহ৷ সকলে সেখানেই শেষশ্রদ্ধা জানিয়েছেন৷ নরেন্দ্র মোদি, নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি-সহ একাধিক কেন্দ্রীয় নেতারা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ এই সময় নিজের চোখের জল ধরে রাখতে পারেননি স্মৃতি ইরানি৷ এরপর বিকেল ৪টে ৪৫ নাগাদ কলা অ্যাকাডেমি থেকে শোভাযাত্রা শুরু হয়৷ গোটা রাস্তাতেই জনতার মাথা৷ সেভাবেই পারিকরের শববাহী যান পৌঁছে যায় কামপালের এসএজি গ্রাউন্ডে৷ মিরামার সৈকতে শেষকৃত্য৷ মুখ্যমন্ত্রীর শেষযাত্রা৷ নিরাপত্তার যতটা ঘেরাটোপ থাকার কথা, ততটাই ছিল৷ তবে, তাতে সাধারণ মানুষের যোগদান বাধা হয়ে দাঁড়ায়নি৷  

দিল্লির মসনদে মোদিকে পৌঁছে দিয়েছিলেন বন্ধু পারিকরই

অনেকেরই সেসব কথা মনে করছেন, যেবার পারিকর বলেছিলেন, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত গোয়ার সেবা করব’৷ যেমন বলেছিলেন, তেমনই করলেন৷ গোয়ার সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকাকালীনই মৃত্যু হল তাঁর৷ এক কমবয়সী খেলোয়াড় শোনাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতার কথা৷ অর্থের অভাবে বড় টুর্নামেন্ট খেলতে পারছিলেন না৷ তা শোনামাত্রই পারিকর নিজে তাঁকে সাহায্য করেন৷ সেসব কথা তিনি কোনওদিন ভুলবেন না৷ বললেন, তাঁর কেরিয়ার গড়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ তাই অভিভাবক হারানোর ব্যথা তিনি টের পাচ্ছেন৷ পারিকরের অভিন্নহৃদয় বন্ধু এবং রাজনৈতিক সহকর্মী নীতিন গড়করিও বলছেন, গোয়ায় বিজেপির সংগঠন তৈরি হয়েছিল পারিকরের হাত ধরে৷ এমনই সব টুকরো টুকরো স্মৃতিতে মুখর হয়ে উঠল শোভাযাত্রা৷ আসলে চারবারের মুখ্যমন্ত্রী মনোহর পারিকর অত্যন্ত জনপ্রিয় ছিলেন৷ কোনও নেতা বা প্রশাসকসুলভ আচরণ ছিল না৷ একেবারে সাধারণের সঙ্গে মিশে কাজ করতেন৷ দিলখোলা মানুষ৷ তাই, কেউ নিজেদের আবেদন জানাতে কোনও কুণ্ঠা বোধ করতেন না৷ এমন একজন মানুষের অভাব অনুভব করবেন গোয়াবাসী৷ যে সৈকতের টানে গোয়া ছুটে যান পর্যটকের দল, সেসব আজ প্রায় জনশূন্য৷ মিরামার বিচে স্তূপীকৃত কাঠে আগুন৷ ধোঁয়া আকাশমুখী৷ পার্থিব জগৎ ছেড়ে চিরবিদায় নিলেন জনগণের মুখ্যমন্ত্রী মনোহর পারিকর৷

The post বিদায় পারিকর, জনতা পরিবৃত শোভাযাত্রার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement