সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা গুজরাটে (Gujarat)। উলটে গেল বোট। আশঙ্কা অন্তত ৬ পড়ুয়ার মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। জানা যাচ্ছে, গুজরাটের বরোদায় হর্নি লেকে এক বেসরকারি স্কুলের ২৭ জন পড়ুয়া ওই বোটে ছিল। কারও পরনেই ছিল না লাইফ জ্যাকেট। তারা পিকনিক করতে এসেছিল বলে জানা গিয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা।
বরোদার কালেক্টর এ বি গোর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই বেসরকারি স্কুলের পড়ুয়ারা পিকনিক করতে এসেছিল। কিন্তু অতর্কিতে বিকেলে লেকের মধ্যেই উলটে যায় বোট। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।
[আরও পড়ুন: রামমন্দির ঘিরে নবরূপে অযোধ্যা, সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ নীতি যোগী সরকারের]
বরোদার সাংসদ রঞ্জনবেন ধনঞ্জয় ভাট জানিয়েছেন, এই দুর্ঘটনার পিছনে যে বা যাঁদের অবহেলা দায়ী, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। উদ্ধার হওয়া পড়ুয়াদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।