shono
Advertisement
Bengaluru

বেঙ্গালুরুর ভেঙে পড়া বহুতলের ধ্বংসাবশেষে আটকে বহু, মৃত অন্তত ৫

দাবি, বাড়িটি সাততলা হলেও অনুমতি নেওয়া হয়েছিল চারতলার।
Published By: Biswadip DeyPosted: 09:06 AM Oct 23, 2024Updated: 09:06 AM Oct 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অনেকে। প্রবল বর্ষণে টেক সিটির হেন্নুর অঞ্চলের বাবুসাপালিয়ায় এমন এক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

মঙ্গলবারই দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজির হয় অগ্নি নির্বাপণ ও আপৎকালীন পরিষেবার দুটি ভ্যান। শুরু হয় উদ্ধারকাজ। একে একে উদ্ধার হয় তিনটি দেহ। পরে আরও দুটি দেহ খুঁজে পান উদ্ধারকারীরা। দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে।
জানা গিয়েছে, বাড়িটিতে টালি বসানোর কাজ চলছিল। ২১ জন শ্রমিক সেখানে ছিলেন। আচমকাই ধসে পড়ে বাড়িটি। প্রাথমিক ভাবে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়ে দেন, ''প্রাপ্ত তথ্য অনুসারে, ওখানে ২১ জন শ্রমিক ছিলেন। একদিনে সাধারণত ২৬ জন কাজ করতেন ওই বাড়ির নির্মাণকর্মী হিসেবে। উদ্ধারকারীরা এক ২৬ বছরের শ্রমিকের দেহ উদ্ধার করেছেন।''

কেন ভেঙে পড়ল ওই বহুতল তা নিয়ে চর্চা শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভেসে যাচ্ছে বেঙ্গালুরুর। লাগাতার দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। প্রবল বৃষ্টিতেই ওই অঘটন নাকি অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে গুঞ্জন রয়েছে। অভিযোগ, বাড়িটির বেসমেন্ট দুর্বল হওয়াতেই তা ভেঙে পড়েছে। সূত্রের দাবি, বাড়িটি সাততলা হলেও অনুমতি নেওয়া হয়েছিল চারতলার। আর তাতেই ঘটে গেল এমন বিপত্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫।
  • এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অনেকে।
  • প্রবল বর্ষণে টেক সিটির হেন্নুর অঞ্চলের বাবুসাপালিয়ায় এমন এক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement