সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার থেকে ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতকে খুনে অভিযুক্ত মিরাটের মুসকান রাস্তোগি। যার জেরে জেলের অন্দরে তাঁর জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করল জেল কর্তৃপক্ষ। অনুমান করা হচ্ছে, মুসকানের গর্ভস্থ সন্তানের বাবা তাঁর প্রেমিক সাহিল শুক্লা।

জেল সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগেই মুসকানের মেডিক্যাল রিপোর্ট থেকে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামনে এসেছিল। তার ভিত্তিতেই গত শুক্রবার মুসকানের আল্টাসোনোগ্রাফি (ইউএসজি) করেন চিকিৎসকরা। এই ইউএসজির পরে চিকিৎসকরা নিশ্চিত হন যে মুসকান অন্তঃসত্ত্বা। ফলস্বরূপ জেলের নিয়ম অনুযায়ী, অন্য অন্তঃসত্ত্বা মহিলা বন্দিদের মতো জেলের ভিতরে বিশেষ সুবিধা পাবে মুসকান। তাকে পুষ্টিকর খাবার খেতে দেওয়া হবে। নিয়মিত শরীর স্বাস্থ্য চেক আপও করা হবে। অন্যান্য বন্দিদের থেকে মুসকানকে আলাদা রাখার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ৪ মার্চ প্রেমিক সাহিল শুক্লার সহযোগিতায় সৌরভকে খুন করে মুসকান। এর অর্থ, তার সপ্তাহখানেক আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল মুসকান। নিজেও সে কথা জানতেন না। অবশ্য তার গর্ভস্থ সন্তানের বাবা স্বামী সৌরভ নয় তা একপ্রকার নিশ্চিত তদন্তকারীরাও। এদিকে মুসকানের সঙ্গে এখনও পর্যন্ত তার পরিবারের সদস্যরা জেলে দেখা করতে আসেননি। সে মা হতে চলেছে জেনেও কেউ যোগাযোগ করেনি। এমনকী মুসকানের প্রেমিক সাহিল শুক্লার সঙ্গেও তাঁর পরিবারের কেউ এখনও দেখা করতে আসেনি। যদিও সৌরভের ভাই জানিয়েছেন, গর্ভস্থ সন্তান তাঁর দাদার হলে তিনি তার দেখভাল করবেন। তা না হলে কোনও দায়িত্বই নেবেন না।