shono
Advertisement

শততম ‘মন কি বাতে’মোদির মুখে চার নাম, চিনে নিন এঁদের

কাদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী?
Posted: 05:11 PM Apr 30, 2023Updated: 05:34 PM Apr 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ (Man ki Baat) অনুষ্ঠানের শততম সম্প্রচার হল রবিবার। শততম পর্বে বক্তব্য রাখার সময় মোদিও (Narendra Modi) আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে ১১টি বিদেশি ভাষায়। গত কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান নিয়ে প্রচার রীতিমতো তুঙ্গে ছিল। তবে বিশেষ দিনে বক্তব্য রাখার সময়ে চারজনের নাম শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন এই চারজন।

Advertisement

প্রথমেই ছিল মণিপুরের বিজয়শান্তি দেবীর নাম। পদ্মফুলের রেণু কাজে লাগিয়ে পোশাক তৈরি করেন তিনি। পরিবেশ সচেতনতার বার্তা দিতে তাঁর এই উদ্যোগ নিয়ে আগেও মন কি বাতে কথা বলেছিলেন মোদি। আপাতত ৩০ জন মহিলা তাঁর সঙ্গে কাজ করেন। আগামী দিনে এই পোশাক বিদেশেও রপ্তানির পরিকল্পনা রয়েছে তাঁর।

শততম মন কি বাতের অন্যতম মূল আকর্ষণ ছিল ‘সেলফি উইথ ডটার’। হরিয়ানার সরপঞ্চ সুনীল জাগলানের এই প্রকল্প থেকেই বেটি বাচাও বেটি পড়াও কর্মসূচির পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে শোনা যায় সুনীলের কাহিনীও।

[আরও পড়ুন: মাতৃবিয়োগের পর থেকে অনুব্রতকন্যার ছায়াসঙ্গী, জেনে নিন কে এই সুতপা]

পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া প্রদীপ সাংওয়ানের নামও উঠে আসে প্রধানমন্ত্রীর মুখে। হিলিং হিমালয় নামে একটি প্রকল্প শুরু করেছিলেন তিনি। প্রতিদিন পাঁচ টন করে আবর্জনা সাফ করা হয় এই প্রকল্পে। এছাড়াও হিমালয়ে অবস্থিত নানা গ্রামে গিয়ে এলাকা পরিচ্ছন্ন রাখার বার্তা দেন তিনি।

এই তালিকায় চতুর্থ নাম মনজুর আহমেদ। জম্মু কাশ্মীরের একটি গ্রামে পেনসিল কারখানা চালান তিনি। অন্তত ২০০ জন কর্মী রয়েছেন সেই কারখানায়। পুলওয়ামার এই গ্রাম এখন ‘পেনসিল ভিলেজ অফ ইন্ডিয়া’ নামে সারা বিশ্বে পরিচিত। পেনসিল বানানোর মাধ্যমে মানুষকে শিক্ষিত করেছেন মনজুর, এই বলে তাঁকে বিশ্বের কাছে পরিচিতি দিয়েছেন প্রধানমন্ত্রী। 

[আরও পড়ুন: রেড কার্পেট পেতে অপেক্ষায় ‘বিদ্রোহী’ বিধায়ক করিম চৌধুরী, গেলেনই না অভিষেক বন্দ্যোপাধ্যায়!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement