shono
Advertisement

ভয়ংকর দুর্ঘটনার মুখে মেহবুবা মুফতির গাড়ি, কেমন আছেন নেত্রী?

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনন্তনাগে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
Posted: 05:07 PM Jan 11, 2024Updated: 05:07 PM Jan 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার মুখে পড়ল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির (Mehbooba Mufti) গাড়ি। তিনি অনন্তনাগে যাচ্ছিলেন। জানা গিয়েছে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন পিডিপি প্রধান। কোনও চোটও তিনি পাননি।

Advertisement

ঠিক কী হয়েছিল? মুফতি ও তাঁর নিরাপত্তা রক্ষীরা গাড়িতে যাচ্ছিলেন। খানাবলে অগ্নি দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। সেই সময় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের গাড়িটির। দুর্ঘটনায় মুফতির নিরাপত্তা রক্ষীদের সামান্য চোট লেগেছে বলে দাবি সংবাদ সংস্থা পিটিআইয়ের। ন্যাশনাল কনফারেন্সের নেতা এবং জম্মু ও কাশ্মীরের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা মুফতির গাড়ির দুর্ঘটনার খবরে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। বর্ষীয়ান নেতা জানিয়েছেন, দুর্ঘটনায় নেত্রীর কোনও চোট লাগেনি, এই খবরে তিনি আনন্দিত।

[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]

নিজের এক্স হ্যান্ডলে এই প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘মেহবুবা মুফতি সাহিবা অত্যন্ত গুরুতর দুর্ঘটনার কবল থেকে কোনও চোট ছাড়াই নিস্কৃতি পেয়েছে, একথা শুনে অত্যন্ত আনন্দ হচ্ছে। আমি আশা করব সরকার এই দুর্ঘটনার দিকটি তদন্ত করে দেখবে। তাঁর নিরাপত্তায় কোন ফাঁকের কারণে এমন দুর্ঘটনা ঘটল তা দ্রুত জানা দরকার।’

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে থাকবেন আডবাণী, দায়িত্ব নিল বিশ্ব হিন্দু পরিষদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement