shono
Advertisement

মোদির সঙ্গে প্রথম বৈঠকে পাকিস্তানকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

পুলিশকে পাথর ছুঁড়ে সমস্যা মিটবে না, কাশ্মীর প্রসঙ্গে বৈঠকে বসার আহ্বান মুখ্যমন্ত্রীর৷ The post মোদির সঙ্গে প্রথম বৈঠকে পাকিস্তানকে তুলোধনা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:46 PM Aug 27, 2016Updated: 03:16 PM Aug 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর উপত্যকায় অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগে পাকিস্তানকে একহাত নিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “কাশ্মীর উপত্যকায় প্রকাশ্যে সংঘর্ষে ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান৷”

Advertisement

পাশাপাশি কাশ্মীর সমস্যার মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে মুফতি বলেন, “অশান্ত কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চিন্তিত৷ আমাদের মতোই তিনিও চান দ্রুতই ছন্দে ফিরুক কাশ্মীর৷” তাঁর অভিযোগ, ২০০৮ সালে যখন কাশ্মীর উত্তাল হয়ে উঠেছিল, তখন ইউপিএ সরকার পরিস্থিতি এড়িয়ে গিয়েছিল৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি কাশ্মীর সমস্যার সমধানে আন্তরিকভাবে চেষ্টা করছেন৷”

পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপনে মোদির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের প্রচেষ্টারও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, “মোদি পাকিস্তানে গিয়েছেন৷ লাহোরে গিয়েছেন৷ কিন্তু তারপর পাকিস্তান কী করল? পাঠানকোটে হামলা চালাল৷ রাজনাথজি ইসলামাবাদে গিয়েছেন৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কাশ্মীরে সন্ত্রাসবাদ রুখতে যে উদ্যোগ নেওয়ার কথা, পাকিস্তান তা বারবার এড়িয়ে গিয়েছে৷ এবার পাকিস্তানের দায়িত্বশীল দেশ হওয়ার সময় উপস্থিত৷”

উপত্যকার সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন, আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করতে৷ তাঁর বক্তব্য, “একজন মা হয়ে আমি লজ্জিত হই, যখন দেখি ছোট ছোট শিশুদের হাতে পাথর তুলে তাদের পুলিশকে মারতে শেখানো হচ্ছে৷” হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর আজই প্রথম অশান্ত কাশ্মীর নিয়ে বৈঠক করলেন মোদি ও মেহবুবা মুফতি৷

দেখুন সেই বৈঠকের ভিডিও:

WATCH: Jammu and Kashmir Chief Minister Mehbooba Mufti meets Prime Minister Narendra Modi in Delhi (source: PMO)https://t.co/SkdZQHS23Y

— ANI (@ANI_news) August 27, 2016

The post মোদির সঙ্গে প্রথম বৈঠকে পাকিস্তানকে তুলোধনা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement