shono
Advertisement

Breaking News

Madhya Pradesh

মাথার দাম ২.৩৬ কোটি! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মধ্যপ্রদেশে আত্মসমর্পণ ১০ মাওবাদীর

মধ্যপ্রদেশের মান্ডলা জেলাকে 'মাওবাদীমুক্ত' ঘোষণা মুখ্যমন্ত্রীর।
Published By: Amit Kumar DasPosted: 05:21 PM Dec 08, 2025Updated: 05:24 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের পর এবার মাও-বিরোধী অভিযানে বিরাট সাফল্য মধ্যপ্রদেশে। অস্ত্র থেকে সমাজের মূল স্রোতে ফিরলেন মোস্ট ওয়ান্টেড ১০ জন মাওবাদী। যৌথভাবে যাদের মাথার দাম ছিল ২.৩৬ কোটি টাকা। খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে সম্পন্ন হয় আত্মসমর্পণ কর্মসূচি। শুধু তাই নয়, এই আত্মসমর্পণের সঙ্গেই মাওবাদীমুক্ত বলে ঘোষণা করা হয়েছে মধ্যপ্রদেশের মান্ডলা জেলাকে।

Advertisement

এই কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, 'পুনর্বাসন সে পুনর্জীবন' প্রকল্পের আওতায় চার মহিলা-সহ মোট ১০ জন মাওবাদী আজ বালাঘাটে আত্মসমর্পণের মাধ্যমে মূল স্রোতে ফিরেছেন। এই সাফল্য সুশাসনের শক্তি, পোক্ত আইনি ব্যবস্থা ও উন্নয়নের উপর বিশ্বাসের সুফল।' একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, "মাওবাদীদের স্বাভাবিক জীবনে গত জানুয়ারি মাস থেকে লাগাতার প্রচার চালানো হচ্ছিল। অবশেষে তাঁরই সুফল মিলেছে। বর্তমানে দিনদোরি এবং মান্ডলা পুরোপুরি মাওবাদীমুক্ত। পাশাপাশি আরও জানান, "সরকারের ডাকে সাড়া দিয়ে হিংসার রাস্তা থেকে যারা ফিরে আসবে, সরকার তাঁদের পুনর্বাসনের জন্য একাধিক উদ্যোগ নেবে। আর যারা ফিরবে না, তাঁদের জন্য ভয়ংকর কিছু অপেক্ষা করছে।"

জানা যাচ্ছে, যে ১০ জন মাওবাদী এদিন আত্মসমর্পণ করেন তারা মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ-ছত্তিশগড় জোনের শীর্ষ মাও-কমান্ডার। এদের যৌথ মাথার দাম ছিল ২ কোটি ৩৬ লক্ষ টাকা। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে মোস্ট ওয়ান্টেড কবীর ওরফে সোম। ওই ডিভিশনের সাব-জোনাল কমিটির সেক্রেটারি কবিরের মাথার দাম ছিল ৬২ লক্ষ টাকা। এছাড়াও আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন মাও নেতা রাকেশ ওরফে মণীশ। এই নেতারও মাথার দাম ছিল ৬২ লক্ষ।

আত্মসমর্পণের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রও পুলিশের কাছে জমা দেন মাওবাদীরা। যে তালিকায় ছিল, একটি একে-৪৭, দুটি ইনসাস রাইফেল, দুটি সিঙ্গেল শট রাইফেল, একটি সেলফ লোডিং রাইফেল, ৭টি ব্যারেল গ্রেনেড লঞ্চার সেলস, ৫টি ডিটোনেটর, ৪টি ওয়াকিটকি ও ১০০-র বেশি কার্তুজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছত্তিশগড়ের পর এবার মাও-বিরোধী অভিযানে বিরাট সাফল্য মধ্যপ্রদেশে।
  • অস্ত্র থেকে সমাজের মূল স্রোতে ফিরলেন মোস্ট ওয়ান্টেড ১০ জন মাওবাদী।
  • যৌথভাবে যাদের মাথার দাম ছিল ২.৩৬ কোটি টাকা।
Advertisement