shono
Advertisement

Breaking News

কাশ্মীরের মানুষের মৌলিক অধিকার কেড়েছে মোদি সরকার, প্রধান বিচারপতিকে চিঠি মেহবুবার

জাতীয় নিরাপত্তার নামে কঠোর নীতি, নালিশ পিডিপি নেত্রীর।
Posted: 12:12 PM Jan 01, 2023Updated: 12:15 PM Jan 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) কাছে আরজি জানিয়ে চিঠি লিখলেন পিডিপি (PDP) নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। ২০১৯ সাল থেকে খেয়ালখুশি মতো জম্মু ও কাশ্মীরের নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠায় মেহবুবা চন্দ্রচূড়ের হস্তক্ষেপ দাবি করেন।

Advertisement

সংবাদসংস্থা সূত্রে খবর, চিঠিতে মেহবুবা লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও স্বার্থের নাম নিয়ে ভারত সরকার কঠোর নীতি নিয়েছে। এতে জম্মু ও কাশ্মীর উদ্বিগ্ন। সেখানে পাসপোর্ট ইস্যু করতে অস্বীকার এবং পাসপোর্ট কেড়ে নেয়ার বিষয়ও তুলে ধরেন তিনি। বলেন, “আমার প্রবীণ মায়ের পাসপোর্ট সরকার মুলতবি করে রেখেছে। এ বিষয়ে জম্মু ও কাশ্মীর হাই কোর্টে আমরা আবেদন করেছি। তারপর দুই বছরের বেশি পেরিয়ে গিয়েছে। আমাদের তারিখের পর তারিখ দেয়া হয়েছে। কিন্তু কোনও সুরাহা চোখে পড়েনি। আমার মেয়ে ইলতিজা এবং আমার পাসপোর্টও স্থগিত করা হয়েছে। এসব আমি উদাহরণ হিসেবে তুলে ধরছি। যদি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন সাংসদ হিসেবে আমার নিজের মৌলিক অধিকার এই হয়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি একবার কল্পনা করুন। আমার মা-ও একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী। অজ্ঞাত কারণে তার পাসপোর্টও প্রত্যাখ্যান করা হয়েছে। পাসপোর্ট পাওয়া একটি মৌলিক অধিকার।”

[আরও পড়ুন: RSS’র সদর দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য নাগপুরে]

একদিকে উপত্যকায় কেন্দ্রের নীতির সমালোচনা করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বিধান চেয়েছেন মেহবুবা, পাশাপাশি কংগ্রেস তথা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নেবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, প্রতিটি রাজ্যের অ-বিজেপি দলগুলির নেতৃত্বকে তাদের যাত্রায় সামিল হওয়ার আবেদন জানিয়েছে কংগ্রেস। যদিও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ জানিয়েছেন, তিনি আমন্ত্রণ পাননি। এমনকী ভারত জোড়ো যাত্রার সমালোচনা করে বিজেপি ও কংগ্রেস এক বলে কটাক্ষ করেছেন তিনি।

[আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দির ভেঙে ফের তৈরি হবে মসজিদ! মুসলিম ধর্মগুরুর হুঁশিয়ারিতে বিতর্ক]

তবে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (PDP)-র নেত্রী মেহবুবা মুফতি যাত্রায় অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। তিনি কংগ্রেসের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রা-য় সামিল হবেন বলে গত মঙ্গলবার টুইটও করেছেন। মেহবুবা মুফতি লিখেছেন, “রাহুল গান্ধীজির সঙ্গে কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা-য় সামিল হওয়ার জন্য আজ কংগ্রেসের তরফে আমি আমন্ত্রিত হয়েছি। তাঁর (রাহুল গান্ধী) অদম্য সাহসিকতাকে স্যালুট জানাই এবং বিশ্বাস করি, যে ফ্যাসিবাদী শক্তিকে চ্যালেঞ্জ জানায়, তার পাশে দাঁড়ানো আমার কর্তব্য। উন্নত ভারতের জন্য তাঁর সঙ্গে পদযাত্রায় যোগ দেব আমি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement