shono
Advertisement

পদত্যাগ করছেন যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর!

কী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী? তাকিয়ে রাজনৈতিক মহল৷ The post পদত্যাগ করছেন যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর! appeared first on Sangbad Pratidin.
Posted: 01:27 PM Oct 14, 2018Updated: 05:15 PM Oct 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই দেশে ফিরেছেন যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর৷ প্রখ্যাত এই সাংবাদিকের ইস্তফা দেওয়া নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নাকি নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী৷ যদিও সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দেওয়া হয়নি৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকে উপস্থিত রয়েছেন তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি৷ এই বৈঠক থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারনা৷

Advertisement

[‘দক্ষিণ ভারতের চেয়ে পাকিস্তান বেশি মধুর’, ফের বিতর্কিত মন্তব্য সিধুর]

#MeToo অভিযান ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে দেশে৷ একে একে সেই তিরে বিদ্ধ হচ্ছেন রাজনৈতিক মহল থেকে সিনেমাজগত এবং সংবাদমাধ্যমের তাবড় তাবড় ব্যক্তিত্বরা৷ রবিবারেও এম জে আকবরের বিরুদ্ধে মুখ খুলেছেন আরও এক মহিলা সাংবাদিক৷ তাঁর অভিযোগ, বলপূর্বক তাঁকে চুম্বন করার চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ গত সপ্তাহে থেকেই কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব বেশ কয়েকজন মহিলা সাংবাদিক৷ তাঁদের স্পষ্ট অভিযোগ, একটি সংবাদমাধ্যমের দায়িত্বে থাকাকালীন তাঁদের যৌন হেনস্তা করেছেন মোদি সরকারে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবর । এরপরেই তাঁর বিরুদ্ধে সরব  কংগ্রেস-সহ বিরোধীরা৷  নৈতিকতার বিচারে আকবরের পদত্যাগ করা উচিত বলে দাবি তাঁদের৷

[#MeToo- তে ফের বিদ্ধ চেতন ভগত]

কেবল বিরোধীরাই নয়,  বিজেপির অন্দরেও আকবরকে নিয়ে মতান্তর তৈরি হয়েছে৷ প্রকাশ্যে মুখ না খুললেও অনেকেই এই অভিযোগকে গুরুতর বলে মনে করছেন৷ যদিও দলীয় তরফে বিজেপি আগে জানিয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আকবরকে ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে চাপে রাখতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধীরা৷ লোকসভার আগে কেন্দ্রীয় মন্ত্রীর নামে যৌন হেনস্তার অভিযোগ ওঠার বিষয় আসন্ন নির্বাচনে তাঁদের অনেকটাই ব্যাকফুটে ফেলতে পারে বলে আশঙ্কা করছে পদ্ম শিবিরও৷ ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তের উপরেই যে, আকবরের ভাগ্য ঝুলে রয়েছে তা মেনে নিচ্ছেন সকলেই৷

দেখুন ভিডিও:

 

 

The post পদত্যাগ করছেন যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement