shono
Advertisement

সিকিমে ভিড় মেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বহু মানুষকে পিষল দুধের গাড়ি, মৃত অন্তত ৩

দুর্ঘটনায় আহতের সংখ্যা ২০।
Posted: 10:16 AM Feb 11, 2024Updated: 10:17 AM Feb 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে (Sikkim)। রাজ্যের রানিপুলে এক মেলায় ঢুকে পড়ল দুধের ট্যাঙ্কার। পিষে দিল বহু মানুষকে। দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত ২০।

Advertisement

ঠিক কী হয়েছিল? সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ভিড় মেলার ভিতরে আচমকাই গাড়ির সারির পিছনে দুধের গাড়িটি ঢুকে পড়লে তুমুল বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। গাড়ির তলায় পিষে যান অনেকেই। যাঁরা একটু দূরে থাকায় বেঁচে যান, তাঁরা দৌড়ে এসে আহতদের শুশ্রুষা শুরু করেন। তাঁদের হাসপাতালে নিয়ে যান।

[আরও পড়ুন: হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে মিঠুন, এখন কেমন আছেন মহাগুরু?]

প্রাথমিক তদন্ত থেকে জানা যাচ্ছে, গাড়িটির ব্রেক ফেল করেছিল। আর সেই কারণেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভয়াবহ দুর্ঘটনা (Accident) ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বহু আহতের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এই আশঙ্কা ক্রমেই বাড়ছে। তবে চিকিৎসকরা আশাবাদী, সমস্ত আহতের চিকিৎসায় যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাতে শেষপর্যন্ত সকলেই সুস্থ হয়ে উঠবেন। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে সিকিম প্রশাসন। সেই সঙ্গে আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়ভার বহন করবে সরকারই।

[আরও পড়ুন: ফের CAA অস্ত্রে শান! লোকসভার আগেই লাগু হবে নাগরিকত্ব আইন, বড় ঘোষণা শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement