সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভাষাযুদ্ধে’র আবহে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে আক্রমণ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তাঁকে পালটা আক্রমণ স্ট্যালিনের। যোগীর মন্তব্যকে 'রাজনৈতিক ব্ল্যাক কমেডি' বলে খোঁচা দিলেন ডিএমকে নেতা।

গত কয়েকদিন ধরেই ‘ভাষাযুদ্ধে’র আবহ তামিলনাড়ুতে। ‘দেশের বহু আঞ্চলিক ভাষাকে ধ্বংস করে দিচ্ছে হিন্দি’, দিনকয়েক আগে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছিলেন, হিন্দি আগ্রাসন এবং জাতীয় শিক্ষানীতি মেনে নেওয়ার জন্য তামিলনাড়ু সরকারকে কার্যত হুমকি দিচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষা সংক্রান্ত অনুদান বন্ধ করে দেওয়া হবে বলেও নাকি জানানো হয়েছে শিক্ষামন্ত্রীর তরফে। এই পরিস্থিতিতে যোগী আদিত্যনাথ সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় বলেন, আঞ্চলিক এবং ভাষার ভিত্তিতে বিভাজন তৈরির চেষ্টা করছেন স্ট্যালিন।
এবার তাঁকে খোঁচা দিতে গিয়ে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'যোগী আদিত্যনাথও ঘৃণা নিয়ে 'লেকচার' দেবেন নাকি? এটা নিছক প্রহসন নয়, একেবারে রাজনৈতিক ব্ল্যাক কমেডি হয়ে দাঁড়িয়েছে। আমরা কোনও ভাষার বিরোধিতা করিনি। আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছি। এটা 'ভোটের জন্য দাঙ্গা' রাজনীতি নয়। ন্যায় ও মর্যাদার জন্য লড়াই।'
প্রসঙ্গত, প্রয়োজনে ভাষাযুদ্ধের জন্যও তৈরি তামিলনাড়ু, আগেই সাফ জানিয়েছেন স্ট্যালিন। কিছুতেই জাতীয় শিক্ষানীতি মেনে নেবেন না বলেও ঘোষণা করেছেন তিনি। ডিএমকে প্রধানের কথায়, ২ হাজার কোটি টাকার অনুদানের জন্য জাতীয় শিক্ষানীতিতে সই করলে ২ হাজার বছর পিছিয়ে যাবে তামিল সমাজ। যদি কেউ অন্য ভাষা চাপিয়ে দিতে চায় তাহলে বাধা দিতে হবে। এই পরিস্থিতিতে যোগীর সঙ্গে তাঁর বাগযুদ্ধ বিতর্ককে নতুন মাত্রা দিল।