shono
Advertisement
Himachal Pradesh

হঠাৎ ঝড়ে মর্মান্তিক দুর্ঘটনা হিমাচলে, গাড়িতে গাছ পড়ে মৃত ৬

ঝড়ের জেরে একাধিক জায়গায় ধস নেমেছে বলে খবর।
Published By: Amit Kumar DasPosted: 08:10 PM Mar 30, 2025Updated: 09:48 PM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ ঝড়ে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির উপর গাছ উপড়ে পড়ে মৃত্যু হল ৬ জনের, আহত হয়েছেন আরও একাধিক মানুষ। রবিবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের কুলু থেকে ৪০ কিলোমিটার দূরে মণিকারণ এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা নাগাদ হঠাৎ ৪০ থেকে ৫০ কিমি গতিতে ঝড় বইতে শুরু করে ওই অঞ্চলে। ঝড়ের হাত থেকে রেহাই পেতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়তে শুরু করেন মানুষ। এই সময় মণিকরণ গুরুদ্বারের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর উপড়ে পড়ে একটি গাছ। গাড়ির ভিতর সেই সময় একাধিক যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ঝড়ের জেরে ওই অঞ্চলের একাধিক জায়গায় নেমেছে ধস।

এই দুর্ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একটি বলেরো গাড়ির উপর পড়ে রয়েছে আস্ত গাছ। এক ব্যক্তি পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, 'মা সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।' ওই একই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একজন মহিলাকে বের করে আনছেন যার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। গাছ সরিয়ে গাড়ির মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করেন তাঁরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের তরফে হিমাচলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাষ দেওয়া হয়েছিল। হিমাচলের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করে জানানো হয়, ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবে বেশ কিছু জেলায়। এই পূর্বাভাষ জারি করা হয়েছিল, হিমাচলের চম্বা, কাংরা, কুল্লু এবং মান্ডিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হঠাৎ ঝড়ে ভয়াবহ দুর্ঘটনা।
  • গাড়ির উপর গাছ উপড়ে পড়ে মৃত্যু হল ৬ জনের, আহত হয়েছেন আরও একাধিক মানুষ।
  • রবিবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের কুলু থেকে ৪০ কিলোমিটার দূরে মণিকারণ এলাকায়।
Advertisement