shono
Advertisement

Breaking News

অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনুন, মোদিকে অনুরোধ রাজ ঠাকরের

ক'দিন আগে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেন হিমন্ত বিশ্ব শর্মা।
Posted: 03:33 PM May 22, 2022Updated: 03:52 PM May 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শুরুতেই অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) পক্ষে সওয়াল করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। এবার একই বিষয়ে সরব হলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (Maharashtra Navnirman Sena) প্রধান রাজ ঠাকরে (Raj Thakrey)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে রাজের অনুরোধ, অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনুন।

Advertisement

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছিলেন, তিন তালাক বাতিলের পরও মুসলিম মহিলাদের সামাজিক ন্যায় পাইয়ে দিতে হলে অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজন রয়েছে। রবিবার পুনের একটি সভায় রাজ ঠাকরেও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করলেন। এইসঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনারও দাবি জানান তিনি। রাজ বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করছি, অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি আনুন। এইসঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে আইনও আনা হোক দেশে।” এছাড়া ঔরঙ্গাবাদের নাম বদলেরও দাবি তুলেছেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান। বলেন, “ঔরঙ্গাবাদের নাম বদলে শম্ভাজিনগর করুন।”

[আরও পড়ুন: OMG! মায়ের শেষকৃত্যে আসেনি ভাই, রাগে ভাইপোকে ছুরির কোপ মহিলার]

প্রসঙ্গত, বিজেপি (BJP) শাসিত রাজ্য উত্তরাখণ্ড ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার উদ্যোগ নিয়েছে। ভোটের আগেই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় ফিরলে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার চেষ্টা করা হবে। প্রতিশ্রুতিমতো ক্ষমতায় ফিরতেই ধামি নিজের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন। কোনও রাজ্য সরকার এভাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে পারে কিনা, সেটা নিয়ে আইনি পরামর্শও নেওয়া শুরু করে ফেলেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। উত্তরাখণ্ডের পর উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের সরকারও অভিন্ন দেওয়ানি বিধি আনার ইঙ্গিত দিয়ে রেখেছে।

[আরও পড়ুন: রিপোর্ট হাতে পেয়েই নাড্ডার কাছে বকা খেলেন সুকান্ত, উপভোগ দিলীপ ঘোষের!]

রবিবার পুনের সভায় শিব সেনা ও শরদ পাওয়ারকে কটাক্ষ করেন রাজ। এমএনসি সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ঔরঙ্গাবাদে এমআইএমএমের জয়ের জন্য দায়ী শিব সেনা। উল্লেখ্য, ওই আসনে শিব সেনা প্রার্থী হার মানে আসাদউদ্দিন ওয়েইসির দলের নেতার কাছে। এমএনসি প্রধান বলেন, “ঔরঙ্গাবাদে জিতে এমআইএমএম নেতা ঔরঙ্গজেবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন। যে ঔরঙ্গজেব শিবাজি মহারাজকে হত্যা করতে এসেছিল! যদিও শরদ পাওয়ার সাহেব বলেছেন, ঔরঙ্গজেব এখানে রাজ্য বিস্তারে এসেছিলেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement