shono
Advertisement

পুরনো নথিপত্র বেচে রেকর্ড আয় মোদি সরকারের, উঠে এল জোড়া চন্দ্রযান মিশনের খরচ

ডিজিটাল ইন্ডিয়ার সুফল, দরকার কমছে ফাইলপত্রের।
Posted: 01:15 PM Dec 29, 2023Updated: 04:36 PM Dec 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও কিছুই ফেলনা নয়…। এই আপ্তবাক্যকে সত্যি করল মোদি (Narendra Modi) সরকার। স্রেফ পুরনো নথি, কাগজপত্র, ভাঙা মেশিনের মতো আবর্জনা বেচেই ১১৬৩ কোটি টাকা রোজগার করে ফেলল কেন্দ্র। এর মধ্যে স্রেফ গত অক্টোবর মাসেই রোজগার হয়েছে ৫৫৭ কোটি টাকা।

Advertisement

কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ২০২১ সালের অক্টোবর মাস থেকে পুরনো কাগজপত্র, নথিপত্র, ফাইল, পুরনো যন্ত্রপাতি, ফার্নিচার ইত্যাদি বেচেই ১ হাজার ১৬৩ কোটি টাকা আয় হয়েছে। গত বছর অক্টোবর মাসে সরকারের বিভিন্ন দপ্তরে সাফাই অভিযান শুরু করেছিল মোদি সরকার। সেই এক মাসেই প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা রোজগার হয়েছে সরকারের। সূত্র বলছে, গত দু বছরে স্রেফ ফাইল বিক্রি হয়েছে ৯৬ লক্ষ। তাতে ৩৫৫ লক্ষ বর্গফুট জায়গাও খালি হয়েছে। সেই জায়গাও ব্যবহৃত হয়েছে অন্য কাজে।

[আরও পড়ুন: সেঞ্চুরিয়নে হারের খেসারত, WTC পয়েন্ট টেবিলে বাংলাদেশ-পাকিস্তানেরও নীচে ভার‍ত]

আসলে মোদি সরকার দীর্ঘদিন ধরেই সরকারি কাজকর্মে ডিজিটালাইজেশনে জোর দিচ্ছে। অধিকাংশ কাজেই এখন ই-ফাইলের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এমনকী বাজেটেও ব্যবহার করা হচ্ছে ট্যাব। অর্থাৎ, সব কিছুরই ডিজিটালাইজেশন হচ্ছে। তাই কাগজের ফাইলের প্রয়োজন ফুরিয়েছে। তাই বিপুল ফাইল অকেজো হয়ে যাচ্ছে। সেগুলো বেচেই কোটি কোটি টাকা রোজগার করেছে সরকার।

[আরও পড়ুন: স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়েছে ইংরেজরাই, নাগপুরের সভায় একী বললেন রাহুল!]

তাৎপর্যপূর্ণভাবে ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan 3) মিশনে খরচ হয়েছিল ৬০০ কোটির আশেপাশে। আগের চন্দ্রযানেও খরচ হয়েছে এর আশেপাশেই। সরকারি সূত্রের খবর, স্রেফ আবর্জনা বেচেই দুই চন্দ্রযানের খরচ তুলে নিয়েছে মোদি সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement