shono
Advertisement

Breaking News

জাতীয় পতাকা দিয়ে মুরগির দোকানের আবর্জনা পরিষ্কার, ভাইরাল ভিডিও, গ্রেপ্তার যুবক

অভিযুক্ত মহম্মদ সইফ কুরেশিকে কঠিন শাস্তি দিতে হবে, দাবি নেটিজেনদের।
Posted: 07:59 PM Apr 22, 2023Updated: 07:59 PM Apr 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় পতাকা (National Flag) অবমাননার দায়ে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলির (Dadra and Nagar Haveli) বাসিন্দা এক যুবককে শনিবার গ্রেপ্তার করল পুলিশ। মুরগির মাংসের দোকান রয়েছে ওই যুবকের। অভিযোগ, জাতীয় পতাকা দিয়েই মুরগির দোকানের নোংরা পরিষ্কার করতে দেখা গিয়েছে তাঁকে। ওই ঘটনার ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তকে কড়া শাস্তি দিবে হবে, দাবি করেছেন নেটিজেনরা। 

Advertisement

অভিযুক্ত যুবকের নাম মহম্মদ সইফ কুরেশি (২১)। দাদরা নগর হাভেলির সিলভাসা এলাকায় মুরগির মাংসের দোকান রয়েছে কুরেশির। আপনা মিট শপ নামের ওই দোকানের ভিডিওই বৃহস্পতিবার ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, ত্রিরঙা ভারতের জাতীয় পতাকা দিয়ে মুরগির দোকানের নোংরা পরিষ্কার করছেন তিনি। ভিডিও নজরে পড়ে পুলিশের। এরপর বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ফের ধাক্কা DA আন্দোলনকারীদের, আবারও পিছিয়ে গেল মামলার শুনানি]

শুক্রবার আদালতে তোলা হলে জেল হেফাজত হয় কুরেশির। অন্যদিকে সিল করে দেওয়া হয়েছে অভিযুক্তের দোকান ‘আপনা মিট শপ’। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকানের মূল মালিক হাশিম কুরেশি। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে জাতীয় পতাকা দিয়ে স্কুটার পরিষ্কারের জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ঘটনাটি ছিল উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকার।

[আরও পড়ুন: ‘সত্যের জন্য যে কোনও মূল্য দিতে রাজি’, সময়সীমার মধ্যেই দিল্লির বাংলো ছাড়লেন রাহুল]

প্রসঙ্গত, জাতীয় পতাকার অপব্যবহার, বিকৃতি করা, পোড়ানো, অবমাননা করলে শাস্তির উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। সেক্ষেত্রে, অভিযুক্তের তিন বছর পর্যন্ত জেল অথবা জরিমানা হতে পারে। জেল ও জরিমানা উভয় দণ্ডও হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement