shono
Advertisement

শৌচালয়ের জলে তৈরি হচ্ছে ইডলি! ভাইরাল ভিডিওয় ফাঁস বিক্রেতার কুকীর্তি

ভিডিওর সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ খাদ্যদপ্তরের৷ The post শৌচালয়ের জলে তৈরি হচ্ছে ইডলি! ভাইরাল ভিডিওয় ফাঁস বিক্রেতার কুকীর্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:17 PM Jun 01, 2019Updated: 09:40 PM Jun 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের ব্যস্ততায় বাড়ি থেকে খাবার না খেয়েই বেড়িয়ে গেলেন৷ এরপর খিদে পেলে ভরসা রাস্তার ধারে বিক্রি হওয়া খাবারদাবার৷ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওই খাবার খাওয়া একেবারেই অনুচিত৷ কিন্তু সেকথা আর কে শোনে? সম্প্রতি ভাইরাল হওয়া একজন ইডলি বিক্রেতার রান্নার জলের উৎস দেখে যদিও আপনার বাইরের খাবার খাওয়ার ক্ষেত্রে অনীহা তৈরি হতেই পারে৷

Advertisement

[ আরও পড়ুন: কলকাতায় দূষণ রুখতে পরিকল্পনা বাবুল সুপ্রিয়র]

সম্প্রতি মুম্বইয়ের এক ইডলি বিক্রেতার ভিডিও নেটদুনিয়া কাঁপাচ্ছে৷ তিনি রাস্তার ধারে প্রতিদিনই খাবার বিক্রি করেন৷ ওই ভিডিওতে দেখা গিয়েছে একটি শৌচালয় থেকেই বালতি ভরতি জল নিয়ে যাচ্ছেন৷ ওই জলই রান্নার কাজে ব্যবহার করেন তিনি৷ শৌচালয়ের জল যে কেউ সুস্বাদু ইডলি তৈরির কাজে ব্যবহার করতে পারেন, তা বিশ্বাসই করতে পারছেন না অনেকে৷ মাত্র ৪৫ সেকেন্ডের ভিডিও যিনি দেখছেন, তাঁরই গা গুলিয়ে উঠছে৷ এই ভিডিও দেখার পর নেটিজেনরা সমালোচনায় সরব হয়ে উঠছেন৷ কেউ কেউ বাইরের খাবার খাওয়া ছেড়ে দেবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন৷ আবার কারও বক্তব্য, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত৷ যেকোনও মুহূর্তে ওই খাবার খেয়ে যে কেউ অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও করছেন অনেকে৷

[ আরও পড়ুন: রাহুল নন, ফের কংগ্রেস সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী]

ইতিমধ্যেই এই ভিডিও খাদ্যদপ্তরের নজরে এসেছে৷ ভিডিওর সত্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে৷ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক শৈলেশ যাদব বলেন, ‘‘মাত্র কয়েকদিন আগে এই ভিডিওটি আমাদের নজরে এসেছে৷ খাবার তৈরির জন্য যেকোনও জল ব্যবহার নিরাপদ নয়৷ তাতে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যবসায়ীর পরিচয় জানার চেষ্টা চলছে৷’’ ভাইরাল হওয়া ভিডিওটি যদি সত্যি হয় তবে ওই ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে৷

The post শৌচালয়ের জলে তৈরি হচ্ছে ইডলি! ভাইরাল ভিডিওয় ফাঁস বিক্রেতার কুকীর্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement