shono
Advertisement

গোমাংস পরিহার করুক মুসলিমরা, আবেদন শিয়া ওয়াকফ বোর্ড প্রধানের

কেন এমন কথা বললেন রিজভি? The post গোমাংস পরিহার করুক মুসলিমরা, আবেদন শিয়া ওয়াকফ বোর্ড প্রধানের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:12 PM Jul 25, 2018Updated: 03:42 PM Jul 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিমদের গোমাংস খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানালেন শিয়া ওয়াকফ বোর্ড-এর চেয়ারম্যান ওয়াসিম রিজভি৷ একই সঙ্গে গো-হত্যাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি৷

Advertisement

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিজভি বলেন, “মুসলিমদের উচিত গোমাংস ভক্ষণ বন্ধ করা৷ ইসলামে গোমাংস খাওয়া নিষিদ্ধ৷ এটি হারাম৷” গো-রক্ষকদের তাণ্ডব ও তা নিয়ে রাজনৈতিক তরজার প্রেক্ষিতে রিজভির মন্তব্যকে স্বাগত জানিয়েছেন অনেকেই৷ বিশ্লেষকদের একাংশের মতে, ব্যক্তি স্বাধীনতার নামে সংখ্যাগরিষ্ঠদের ভাবাবেগে আঘাত দেওয়া মোটেই উচিত নয়৷ যে দেশে গরুকে মাতৃজ্ঞানে পূজা করেন কয়েক কোটি মানুষ সেখানে গোহত্যা কখনই কাম্য হতে পারে না৷

এদিকে দেশে ক্রমশই বাড়ছে গোরক্ষার নামে তাণ্ডব৷ স্বঘোষিত গোরক্ষকদের হামলায় প্রাণ হারিয়েছেন একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ৷ যা নিয়ে দেশজুড়ে বয়ে গিয়েছে নিন্দার ঝড়৷ পাশাপাশি চলছে রাজনৈতিক তরজা৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে রিজভি জানান, সবাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়৷ কিছু বিক্ষিপ্ত ঘটনা মানেই সার্বিক পরিস্থিতির অবনতি নয়৷ তবে যারা গোহত্যা করে তাদের কড়া সাজা হওয়া উচিত৷ কথা প্রসঙ্গে এদিন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের মন্তব্যকে সমর্থন করেন উত্তরপ্রদেশ শিয়া বোর্ডের প্রধান রিজভি৷ তাঁর মতে, ওই মন্তব্যের নেপথ্যে যথেষ্ট যুক্তি রয়েছে৷ গোহত্যা বন্ধ করলেই গণপিটুনির মতো ঘটনা থেমে যাবে৷

উল্লেখ্য, যথেষ্ট মুক্তমনা বলেই সুনাম রয়েছে রিজভির৷ আগেও রাম মন্দির নির্মাণে সমর্থন জানিয়েছেন তিনি৷ এমনকী উত্তরপ্রদেশে রামের মূর্তি অন্য রুপোর তিরও দান করেছে শিয়া ওয়াকফ বোর্ড৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য উভয় সম্প্রদায়ের কাছে আবেদনও জানিয়েছেন তিনি৷ তবে আরএসএস নেতাকে সমর্থন করায় তৈরি হয়েছে বিতর্কও৷          

                                     [নির্বাচন চলাকালীন বালোচিস্তানে ফিদায়েঁ হামলা, মৃত অন্তত ২৫]

                                                                          

The post গোমাংস পরিহার করুক মুসলিমরা, আবেদন শিয়া ওয়াকফ বোর্ড প্রধানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার