সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কর্ম সংস্কৃতির বড় পরিবর্তন প্রয়োজন। সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে তরুণদের। এমনই প্রস্তাব দিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি। নিজের সংস্থার পাশাপাশি অন্যান্য সংস্থা, প্রযুক্তি নানা বিষয়েই তাঁকে কথা বলতে দেখা গিয়েছে একটি পডকাস্টে।
ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, ”ভারতের কর্ম-উৎপাদনশীলতা বিশ্বের মধ্যে সবচেয়ে কম।” এই পরিস্থিতিতে ৭৭ বছরের নারায়ণমূর্তির (Narayana Murthy) পরামর্শ, ”আমার মতে তরুণদের অবশ্যই বলা উচিত, এটা আমার দেশ। আমি ৭০ ঘণ্টা কাজ করতে চাই।”
[আরও পড়ুন: জেলে বসেই ‘ক্রিমিনাল গ্যাং’য়ের নেতা! গয়নার দোকানে ডাকাতির মূলচক্রীর অপরাধে হাতেখড়ি কৈশোরে]
আর এপ্রসঙ্গে জার্মানি ও জাপানের উদাহরণও তুলে ধরেছেন তিনি। মনে করিয়ে দিয়েছেন, কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঘুরে দাঁড়াতে ওই দেশগুলি কীভাবে শৃঙ্খলার সাহায্যে উৎপাদনশীলতা বৃদ্ধি করেছিল। তবে নারায়ণমূর্তির এহেন পরামর্শের অনেকেই সমালোচনা করেছেন।
কোনও কোনও নেটিজেনের খোঁচা, তরুণরা ৭০ ঘণ্টা নিশ্চয়ই কাজ করতে পারেন। তবে তার ৪০ ঘণ্টা তাঁরা সংস্থার জন্য করবেন। বাকি ৩০ ঘণ্টা করা উচিত ব্যক্তিগত উদ্যোগে। আবারও কারও পালটা, সেজন্য ঘণ্টাপিছু টাকাও দিক সংস্থারা। তা তো তারা দেয় না।