২০২৬ সালের প্রথম 'মন কি বাতে', প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের উদ্দেশ্যে ভাষণ দিলেন। রবিবারের মন কি বাতে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এরমধ্যে অন্যতম, ভারতকে বিশ্বব্যাপী স্টার্টআপ পাওয়ার হাউসে রূপান্তর করা এবং উৎপাদনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া। পাশাপাশি, তরুণদের ভোটারে তালিকায় নাম তোলার বিষয়েও আহ্বান জানান তিনি।
স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের দশম বার্ষিকীর কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ভারতীয় পণ্য উচ্চমানের হওয়া উচিত'। নাগরিকদের মনভাব পরিবর্তনের কথা জানিয়ে মোদি বলেন, যেকোনও ক্ষেত্রে 'শুধু কাজ করলেই' হবে না। তাকে ত্রুটিহীন করার আহ্বান জানান মোদি।
পাশপাশি, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং সবুজ হাইড্রোজেনের মতো ক্ষেত্রে গবেষণা চালানোর জন্য যুবসমাজের প্রশংসা করেন। এর সঙ্গেই তাঁর কথায় উঠে আসে ভজন ক্লাবিং-এর কথা। প্রধানমন্ত্রী বলেন, ভজন ও কীর্তন বহু শতাব্দী ধরে ভারতীয় সংস্কৃতির প্রাণ, যা প্রতিটি যুগের সঙ্গে বিকশিত হয়েছে এবং ভক্তির চেতনাকে বাঁচিয়ে রেখেছে। তিনি উল্লেখ করেন যে আজকের তরুণরা এই ঐতিহ্যকে একটি অনন্য এবং সমসাময়িক উপায়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।
ভোট চুরি এবং সংবিধান ভাঙার প্রশ্নে বার বার বিরোধীরা আক্রমণ করেছে বিজেপিকে। আজকের মন কি বাতে সেই প্রসঙ্গও ছুঁয়ে গিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার দেশের তরুণদের কাছে আহ্বান জানিয়েছেন যাতে তারা ১৮ বছর বয়সে নিজেদেরকে দেশের ভোটার হিসেবে নিবন্ধন করে। তিনি বলে, এর মাধ্যমে ভারতের গণতন্ত্র শক্তিশালী হবে এবং নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক কর্তব্য পালন করা সম্ভব হবে।
তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর ১৩০তম পর্বে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আগামীকাল, ২৬ জানুয়ারী, আমরা আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন করব। এই দিনে আমাদের সংবিধান কার্যকর হয়েছে। এই দিনটি আমাদের সংবিধানের স্থপতিদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেয়।"
