shono
Advertisement

স্পেস স্টেশনের নতুন প্রজাতির নামকরণে কালামকে শ্রদ্ধা নাসার

ভারতের মিসাইলম্যানকে শ্রদ্ধাজ্ঞাপন... The post স্পেস স্টেশনের নতুন প্রজাতির নামকরণে কালামকে শ্রদ্ধা নাসার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:29 PM May 21, 2017Updated: 10:59 AM May 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ভারতের মিসাইল ম্যান৷ ভারতকে মিসাইল প্রযুক্তিতে শক্তিমান করে তুলতে নিরলস পরিশ্রম করেছেন৷ যে সাহস ও স্বনির্ভরতার আত্মবিশ্বাস তিনি জাগিয়ে দিয়ে গিয়েছেন ভারতের মনে, আজও দেশ তা স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে৷ এবার তাঁকে শ্রদ্ধা জানাল নাসাও৷ সম্প্রতি স্পেশ স্টেশনে আবিষ্কৃত এক বিশেষ প্রজাতির ব্যকটেরিয়ার নাম রাখা হল ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে৷

Advertisement

দেশ জুড়ে ইন্টারনেটের গতি বাড়াতে এই পদক্ষেপ নিল ISRO  ]

এই ব্যাকটিরিয়া আজ পর্যন্ত পৃথিবীতে পাওয়া যায়নি৷ কেবলমাত্র এর খোঁজ মিলেছে ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনেই৷ ইন্টার প্ল্যানেটরি ট্রাভেল নিয়ে গবেষণা করছেন জেট প্রপালসন ল্যাবরেটরির গবেষকরা৷ তাঁরাই এই ব্যাকটিরিয়ার মতো প্রজাতিটিকে আবিষ্কার করেন স্পেশ স্টেশনে৷ পরে সেটিকে নিয়ে আরও গবেষণা চলছে৷ এটিরই নাম দেওয়া হয়েছে সলিব্যাসিলাস কালামি৷ ভারতের প্রয়াত রাষ্ট্রপতির নামেই এটির নামকরণ৷ মহাকাশবিজ্ঞানী কালামকে মনে রেখেই নাসার এই শ্রদ্ধার্ঘ৷

আদিত্যনাথের বক্তব্য সবার আবেগের প্রতিধ্বনি: বিজেপি  ]

যে গবেষকদল এই বিশেষ প্রজাতির ব্যাকটিরিয়াটিকে খুঁজে পেয়েছেন, সে দলেই আছেন ডঃ কস্তুরী ভেঙ্কটেশ্বরম৷ তিনি জানাচ্ছেন, ‘একজন তামিল হিসেবে আমি জানি ভারতের মহাকাশবিজ্ঞান সংক্রান্ত গবেষণায় ডঃ কালামের অবদান কতখানি৷ আর তাই এ ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে তাঁর নামেই৷’

এই নাসাতেই কেরিয়ারের শুরুর দিকে প্রশিক্ষণ নিয়েছিলেন স্বয়ং ডঃ কালাম৷ এখন সেখানে সিনিয়র গবেষক হিসেবে নিযুক্ত ডঃ ভেঙ্কটেশ্বরম৷ এই মহাবিশ্বে প্রাণ কি শুধু পৃথিবীতেই আছে-এই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছেন নাসার বিজ্ঞানীরা৷ স্পেস স্টেশনে কোনও ক্ষতিকর প্রজাতি ঢুকে পড়ছে কি না, তা পর্যবেক্ষণ করাই ডঃ ভেঙ্কটেশ্বরমের কাজ৷ তাঁর টিম তাই এখন এই নতুন প্রজাতির ব্যাকটেরিয়াকে নিয়ে কাজ করে চলেছেন৷ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে বুঝতে চাইছেন, যা পৃথিবীতে নেই, এরকম ব্যাকটিরিয়ার মতো প্রজাতিটি আসলে কী, এবং তা কোথা থেকে এল? এ গবেষণা নতুন দিগন্ত দেখাবে পৃথিবীকে৷ আর সেখানে জড়িয়ে থাকল ডঃ কালামের নামও৷

অনুষ্ঠানের মধ্যেই স্বামী ওমকে উত্তম-মধ্যম জনতার, দেখুন ভিডিও  ]

The post স্পেস স্টেশনের নতুন প্রজাতির নামকরণে কালামকে শ্রদ্ধা নাসার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার