সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা মঞ্চে এক তরুণীর হিজাবে টান মেরে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার এই সংক্রান্ত একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। তারপরই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার কড়া নিন্দা করেছে কংগ্রেস এবং আরজেডি।
সোমবার পাটানায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতীশ। সেখানে আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছিল। সেই সময়ে হিজাব পরিহিত এক তরুণী মঞ্চে ওঠেন। ভিডিওতে দেখা যাচ্ছে, হাসি মুখে নীতীশ তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন। পরক্ষণেই তরুণীর হিজাবে হ্যাঁচকা টান মেরে তা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন ওই তরুণীও। তারপরই মঞ্চ থেকে নেমে যান তিনি।
গোটা ঘটনায় নীতীশকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস এবং আরজেডি। আরজেডি তাদের এক্স হ্যান্ডলে লেখে, ‘নীতিশ জি’র কী হয়েছে? তাঁর মানসিক অবস্থা কি এখন একেবারেই শোচনীয় অবস্থায় পৌঁছে গিয়েছে? নাকি নীতিশ বাবু ১০০ শতাংশ সংঘের সদস্য হয়ে গিয়েছেন?’ বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস লিখেছে, ‘নীতীশের নির্লজ্জতা দেখুন। বিহারের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি প্রকাশ্যে এই ধরণের জঘন্য কাজ করছেন। ভাবুনতো তাহলে রাজ্যে মহিলারা কতটা নিরাপদ? এই জঘন্য কাজের জন্য নীতীশের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এটি ক্ষমার অযোগ্য।’
