‘বিজেপির সঙ্গে জোট নেই’, গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলে মন্তব্য AIADMK নেতার

06:47 PM Sep 18, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগে সনাতন বিতর্কে মুখ খুলে বিজেপির পাশাপাশি এআইএডিএমকে-কে (AIADMK) তুলোধোনা করেছিলেন উদয়নিধি স্ট্যালিন (Udayanidhi Stalin)। তাঁর বক্তব্য ছিল, বিজেপি (BJP) হল বিষাক্ত সাপ। ওই সাপ যে আবর্জনায় লুকিয়ে থাকে, তা হল এআইএডিএমকে। যদিও সোমবার এআইএডিএমকে-র এক প্রবীণ নেতা জানিয়ে দিলেন, বিজেপির সঙ্গে জোটে নেই তাঁরা। নির্বাচনের আগেভাগে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। দক্ষিণের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের এমন বক্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির।

Advertisement

সম্প্রতি তামিলনাড়ুর (Tamil Nadu) প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের বিজেপি সভাপতি কে আন্নামালাই। তাতেই বেজায় ক্ষিপ্ত এআইএডিএমকে নেতা ডি জয়কুমার। তাঁর সাফ কথা, “বিজেপি কর্মীরা যেন এআইএডিএমকের সঙ্গে জোটের স্বপ্ন না দেখেন। আমাদের নেতাকে নিয়ে সমালোচনা কি সহ্য করব আমরা? বিজেপি আমাদের বোকা বানাতে পারবে না। তোমাদের ভোটব্যাঙ্ক সম্পর্ক ধারণা আছে। আমাদের জন্যই পরিচিতি পাচ্ছ এখানে।” এর পরেই এআইএডিএমকে নেতা জানিয়ে দেন, “আর সহ্য করা হবে না (দলীয় নেতাদের সমালোচনা)। জোটের বিষয়ে বলতে পারি, কোনওরকম জোট নেই আপাতত। এআইএডিএমকে-র সঙ্গে নেই বিজেপি। নির্বাচনের সময় এই বিষয়ে ভাবা হবে। এটাই আমাদের এই মুহুর্তের অবস্থান।” এটা যে তাঁর ব্যক্তিগত মন্তব্য নয়, দলের সিদ্ধান্ত। তাও জানিয়েছেন ডি জয়কুমার।

[আরও পড়ুন: মোবাইল চুরি করেছে, সন্দেহে বন্ধুকে গুলি করে খুন যুবকের!]

প্রসঙ্গত, ক’দিন আগে উদয়নিধি বলেন, “যদি আপনার বাড়িতে বিষাক্ত সাপ ঢুকে পড়ে, তবে সেটিকে বাইরে বের করে দিয়েই কাজ শেষ হয় না। কারণ সেটি বাড়ির কাছে আবর্জনায় লুকিয়ে থাকতে পারে। আশপাশের ঝোপঝাড় পরিস্কার না করলে সাপ ফের ঘরে ঢুকে পড়তে পারে।” এর পর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, তামিলনাড়ু হল বাড়ি। বিষাক্ত সাপ হল বিজেপি। বাড়ির কাছে নোংরা হল এআইডিএমকে। উদয়নিধির সাফ কথা, “বিজেপির থেকে পরিত্রাণ পেতে এআইএডিএমকে-কেও খতম করতে হবে।”

Advertising
Advertising

[আরও পড়ুন: নিয়ম মেনে গাড়ি চালাতে বলার ‘শাস্তি’, প্রৌঢ় পুলিশকর্মীকে মার মহিলা ও দুই ছেলের]

Advertisement
Next