সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুষ দেওয়ার টাকা নেই৷ মেলেনি হুইলচেয়ার৷ তাই বাচ্চাদের সাইকেলে চেপেই ডাক্তার দেখাতে গেলেন ৪০ বছরের রোগী৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রাজ্য সরকার পরিচালিত গান্ধী হাসপাতালে৷
[সময়ে অফিস আসুন, অফিসারদের কড়া নির্দেশ বিজেপি সরকারের]
৪০ বছরের এস রাজু পেশায় রং মিস্ত্রি৷ বিদ্যুতের শক খেয়ে শরীরের বেশ কিছুটা পুড়ে গিয়েছে তাঁর৷ তারই চিকিৎসা করতে কয়েক মাস ধরে সরকারি হাসপাতালে আসছেন স্ত্রী সন্তোষীকে নিয়ে৷ সন্তোষীর অভিযোগ, প্রায় প্রতিবারই হাসপাতালে রোগীর জন্য হুইলচেয়ার পেতে গেলে ১৫০ থেকে ২০০ টাকা ঘুষ দিতে হয় ওয়ার্ডবয়দের৷ বেশ কয়েকবার তিনি দিয়েছেনও৷ কিন্তু গত বুধবার ওয়ার্ডবয়দের এই বিশেষ ‘টিপ’ দেওয়ার টাকা ছিল না তাঁর কাছে৷ তাই মেলেনি হুইলচেয়ার৷ সেই কারণেই ছেলের ট্রাইসাইকেলটি নিয়ে আসেন তিনি৷ তাতে করেই স্বামীকে নিয়ে যান ডাক্তারের কাছে৷
[করমুক্ত হোক স্যানিটারি ন্যাপকিন, আর্জি মহিলা সাংসদের]
চিকিৎসায় গাফিলতিরও অভিযোগ তুলেছেন সন্তোষী৷ তাঁর দাবি, রাজুর পুড়ে যাওয়া অংশ সার্জারির প্রয়োজন৷ এর জন্য গত কয়েকমাস ধরেই হাসপাতালের চক্কর কাটছে তাঁরা৷ কিন্তু আজও সেই সার্জারি হয়নি৷ প্রতিবার আবার আসতে বলা হয়৷ হাসপাতালের সুপার ড. মঞ্জুলা জানিয়েছেন, রোগীর তরফ থেকে কোনও অভিযোগ তিনি এখনও পাননি৷ তবে সাংবাদ মাধ্যমের খবরের নিরিখে তদন্ত কমিটি গড়া হয়েছে৷ ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে সেই কমিটিকে৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও৷ রাজুর পরিবারের সঙ্গেই ইতিমধ্যে তাঁর অফিসের কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷
[এবার দেশে চলবে এসি লোকাল ট্রেন!]
The post ঘুষ না দিতে পারায় মেলেনি হুইলচেয়ার, হাসপাতালে হেনস্তা রোগীর appeared first on Sangbad Pratidin.