shono
Advertisement

অমৃতসরের দুর্ঘটনায় কোনও আর্থিক সাহায্য নয়, দায় ঝাড়ল রেল

নিজেদের পক্ষে সাফাইও দিয়েছে রেল। The post অমৃতসরের দুর্ঘটনায় কোনও আর্থিক সাহায্য নয়, দায় ঝাড়ল রেল appeared first on Sangbad Pratidin.
Posted: 02:56 PM Oct 20, 2018Updated: 02:56 PM Oct 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমৃতসরে নিহতদের পরিবারকে কোনও আর্থিক সাহায্য দেওয়া হবে না। রেলের তরফে একথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এটি রেল দুর্ঘটনার মধ্যে পড়ে না। তাই ক্ষতিপূরণ দেওয়ারও কোনও প্রশ্ন ওঠে না। জানিয়েছে রেল।

Advertisement

রেলের প্রতিমন্ত্রী মনোজ সিনহা জানিয়েছেন, এই দুর্ঘটনার জন্য কোনও অনুসন্ধানের প্রয়োজন নেই। কারণ, রেলের চালকদের স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয় কোথায় ট্রেন থামাতে হবে, কোথায় ট্রেন ধীরে চালাতে হবে। যেই জায়গায় দুর্ঘটনাটি হয়, সেখানে একটি বাঁক রয়েছে। তাই চালক দেখতে পাননি। তাহলে তদন্ত কেন হবে? প্রশ্ন তুলেছেন তিনি। প্রতিমন্ত্রী এও বলেছেন, এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে যেন রেললাইনের কাছাকাছি করা না হয়।

টানা ১০ দিন হোটেলে আটকে রেখে বাঙালি তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার দুই ]

শুক্রবার দশেরা উপলক্ষে অমৃতসরের চৌরা বাজার এলাকায় রাবনবধ পালা চলছিল। অনুষ্ঠান দেখতে এসেছিলেন হাজারের বেশি মানুষ। রেললাইনের উপরে দাঁড়িয়েই অন্তত ৭০০ জন রাবণ বধ দেখছিলেন। তখনই দ্রুত গতিতে ছুটে আসে একটি ট্রেন।তাতে কাটা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। আহত বহু।

গোটা ঘটনার জন্য রেলকেই দুষছে সাধারণ মানুষ। কিন্তু রেলের সাফাই, ট্রেনের গতি সবসময় আগে থেকে ঠিক করে দেওয়া থাকে। ওই পরিস্থিতিতে যদি এমার্জেন্সি ব্রেক মেরেও গাড়ি থামানো হত, তাতেও গাড়ি মুহূর্তের মধ্যে থামত না। তার জন্য কয়েক সেকেন্ড সময় লাগত। ততক্ষণে দুর্ঘটনা ঘটেই যেত। তাছাড়া জায়গাটি ছিল অন্ধকার। চালক কিছুই দেখতে পাননি।

কন্যাদের সুরক্ষা দিতে পারে আরএসএস শাখাগুলি, মন্তব্য সত্যার্থীর ]

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি জানিয়েছেন, যারা রেললাইনের উপর দাঁড়িয়েছিলেন, তাদের ওখানে দাঁড়ানো উচিত ছিল না। তাছাড়া ওই জায়গায় কোনও রেলের কর্মীও মোতায়েল ছিলেন না। জায়গাটিতে কোনও লেভেল ক্রসিংও নেই। অমৃতসর ও মানাওয়ালার মধ্যে দুর্ঘটনাস্থলটি অবস্থিত। তাহলে কীভাবে রেলের দিকে অভিযোগের আঙুল উঠছে?

গতকালের দুর্ঘটনায় ১৩ বছরের একটি শিশুও মারা গিয়েছে। তাঁর দেহ নিয়ে বহুক্ষণ অমৃতসর-জলন্ধর হাইওয়ে অবরোধ করে উত্তেজিত জনতা। কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করে।

The post অমৃতসরের দুর্ঘটনায় কোনও আর্থিক সাহায্য নয়, দায় ঝাড়ল রেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement