shono
Advertisement
Agra-Lucknow Expressway

দীপাবলিতে বোনাস দেয়নি সংস্থা, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের টোল প্লাজার গেট খুলে দিলেন ক্ষুব্ধ কর্মীরা

লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে কেন্দ্র সরকারের।
Published By: Subhodeep MullickPosted: 08:29 PM Oct 21, 2025Updated: 11:00 PM Oct 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে কোনও বোনাস দেয়নি সংস্থা। তাই ক্ষুব্ধ হয়ে টোল প্লাজার সমস্ত গেট খুলে দিলেন কর্মীরা। রবিবার এমনই আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ফতেহাবাদ টোল প্লাজা।

Advertisement

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এখানকার টোল প্লাজার মাধ্যমে লক্ষাধিক টাকা আয় হয় কেন্দ্রের। কিন্তু রবিবার এখানে যে ছবি দেখা গিয়েছে তাতে হতবাগ হয়েছে গিয়েছেন সকলে। টোল গেট খোলা। টোল ফি না দিয়েই হাজার হাজার গাড়ি সেখান দিয়ে চলে যাচ্ছে। জানা গিয়েছে, ওই বেসরকারি সংস্থায় কর্মরত ২১ জন ফতেহাবাদ টোল প্লাজায় দায়িত্বে ছিলেন। অভিযোগ, দীপাবলিতে তাঁরা বোনাস পাননি। তারপরই তাঁরা প্রতিবাদে সরব হন। সিদ্ধান্ত নেন কোনও কাজ করবেন না। এরপরই টোল প্লাজার সমস্ত গেট খুলে দেওয়া হয়। জানা গিয়েছে, এই ঘটনার জেরে লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে কেন্দ্র সরকারের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রতিবাদে সামিল হওয়া এক কর্মী বলেন, “আমি গত এক বছর ধরে সংস্থায় কাজ করছি। কিন্তু আমাদের কোন বোনাস দেওয়া হয়নি। এমনকী কঠোর পরিশ্রমের পরও সময়মতো আমাদের বেতন দেওয়া হয় না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীপাবলিতে কোনও বোনাস দেয়নি সংস্থা।
  • তাই ক্ষুব্ধ হয়ে টোল প্লাজার সমস্ত গেট খুলে দিলেন কর্মীরা।
  • রবিবার এমনই আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ফতেহাবাদ টোল প্লাজা।
Advertisement