shono
Advertisement

ব্যাঙ্ক, এটিএমের লাইন ভুলুন! এবার বাড়িতে বসেই মিলবে নগদ টাকা

অর্ডার দিলেই বাড়িতে আসবে নগদ টাকা, খরচ হবে মাত্র ১ টাকা৷ The post ব্যাঙ্ক, এটিএমের লাইন ভুলুন! এবার বাড়িতে বসেই মিলবে নগদ টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:57 PM Dec 22, 2016Updated: 02:27 PM Dec 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক, এটিএমের সামনে লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ! এবার বাড়িতে বসেই হাতে পাবেন নগদ টাকা৷

Advertisement

ই-কমার্স সাইট স্ন্যাপডিল তাদের নয়া পরিষেবা ‘ক্যাশ অ্যাট হোম’ শুরু করেছে সদ্য৷ যার মাধ্যমে একজন গ্রাহক বাড়িতে বসে অর্ডার করলেই তাঁর দোরগোড়ায় পৌঁছে যাবে নগদ টাকা৷ পরিষেবাটি পেতে মাত্র ১ টাকা অতিরিক্ত খরচ করতে হবে গ্রাহকদের৷ এক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির সময় যে টাকা নেন স্ন্যাপডিল-এর কর্মীরা, সেই টাকাই নয়া পরিষেবাকে সচল রাখতে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে৷

(নতুন নোটে বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি ৩৪ লক্ষ টাকা: LIVE)

কী করে অর্ডার করবেন নগদ টাকা?

স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে অর্ডার দিলেই আপনার বাড়ি পৌঁছে যাবেন স্ন্যাপডিলের কর্মী৷ তাঁর সঙ্গে থাকবে একটি পিওএস মেশিন৷ আপনার এটিএম কার্ডটি সেই পিওএস মেশিনে সোয়াইপ করলেই আপনি হাতে পাবেন ২০০০ টাকা৷ এই পরিষেবা দিতে স্ন্যাপডিলকে সাহায্য করবে তাদের ক্যুরিয়ার পার্টনাররা৷

ইতিমধ্যেই বেঙ্গালুরু ও গুরগাঁওতে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে৷ ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে স্ন্যাপডিল৷ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রোহিত বনসল জানিয়েছেন, নগদের অভাবে আমাদের গ্রাহকরা যাতে সমস্যায় না পড়েন, সেদিকে নজর দিতে গিয়েই ক্যাশ অন ডিমান্ড সিস্টেম চালু করেছি আমরা৷

(অভিযোগ উড়িয়ে রাহুল গান্ধীকে নিয়ে ‘রসিকতা’ করলেন মোদি)

 

The post ব্যাঙ্ক, এটিএমের লাইন ভুলুন! এবার বাড়িতে বসেই মিলবে নগদ টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement