shono
Advertisement

সমুদ্রের তলদেশেও নিস্তার নেই শত্রুর, লক্ষ্যে সফল আঘাত দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডোর

'নতুন মাইলস্টোন', টুইট নৌসেনার।
Posted: 02:27 PM Jun 06, 2023Updated: 02:27 PM Jun 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্রের তলদেশেও নিস্তার নেই শত্রুর। তৈরি দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো। মঙ্গলবার যার সফল পরীক্ষা করল নৌসেনা (Indian Navy) এবং ডিআরডিও (DRDO)। গভীর সমুদ্রের নিচের লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানল ‘হেভিওয়েট টর্পেডো’ (Heavyweight Torpedo)। নয়া সাফল্যের কথা টুইট করে জানানো হয়েছে নৌসেনার তরফে।

Advertisement

দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডোর সফল পরীক্ষার পর সেনা টুইট করেছে, “সমুদ্রের তলদেশের লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে আঘাত হেনেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘হেভিওয়েট টর্পেডো’। আরও একটি নতুন মাইলস্টোন।” সেনা আরও জানায়, “দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো আত্মনির্ভরতার এক নজির সৃষ্টি করল।”

[আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, শনাক্ত হওয়ার অপেক্ষায় ১০১টি দেহ]

দুই সপ্তাহ আগে গত ১৯ মে নৌসেনায় অন্তর্ভুক্ত হয়েছে এমএইচ-৬০ রোমিও হেলিকপ্টার। সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্তে প্রথম অবতরণ করে সেটি। এই বিষয়ে নৌসেনা জানায়, ‘অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার’-এর ক্ষেত্রে এই এমএইচ-৬০ রোমিও হেলিকপ্টার নৌসেনার শক্তি অনেকটাই বাড়িয়েছে।

[আরও পড়ুন: মণিপুরে হিংসা অব্যাহত, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ BSF জওয়ান]

প্রসঙ্গত, কদিন আগে পাকিস্তানের (Pakistan) ভূখণ্ডে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র (Brahmas Combat Missile) আছড়ে পড়ার ঘটনায় বরখাস্ত হয়েছেন তিন বায়ুসেনা অফিসার। এই বিষয়ে আদালতে সরকারের তরফে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র দুর্ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও করদাতা আমজনতার ২৪ কোটি টাকা নষ্ট হয়েছে। গোটা ঘটনার দায় নিতে হবে ওই তিন বায়ুসেনা অফিসারকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement