shono
Advertisement
Operation Sindoor

ট্রেনের টিকিটে মোদির ছবি-সহ অপারেশন সিঁদুর, তুঙ্গে বিতর্ক

অপারেশন সিঁদুর নিয়ে প্রচারের বিরোধিতায় সরব বিরোধীরা।
Published By: Kishore GhoshPosted: 02:41 PM May 21, 2025Updated: 03:08 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের সাফল্যকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নরেন্দ্র মোদি সরকার। অভিযানের পর থেকেই বারবার এই অভিযোগ উঠছে। এবার ট্রেনের টিকিটে অপারেশন সিঁদুরকে ব্যবহার করে আদতে ভারতীয় সেনাবাহিনীকেই পণ্য হিসেবে তুলে ধরছে কেন্দ্রের বিজেপি সরকার। এমনই বিস্ফোরক অভিযোগ করেছে কংগ্রেস। বিষয়টি নিয়ে দেশের নানা প্রান্তে অসন্তোষ ও বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

এর আগে কোভিড টিকাকরণের শংসাপত্রে মোদির ছবি থাকা নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল। এদিন মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা উমাঙ্গ সিংঘার সোশাল মিডিয়ায় রেলের একটি ই-টিকিটের ছবি পোস্ট করেন। ভোপাল জংশন থেকে নাসিক রোড পর্যন্ত সিএসএমটি রাজধানী এক্সপ্রেসের ওই টিকিটে দেখা যাচ্ছে, অপারেশন সিঁদুরের সাফল্যের উল্লেখ করা হয়েছে। রয়েছে প্রধানমন্ত্রীর ছবিও। তিনি স্যালুট করছেন। টিকিটে যা লেখা রয়েছে তার মর্মার্থ, অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন পদক্ষেপের সূচনা করেছে। একটি নতুন যুগ, নিউ নর্মাল শুরু করা হয়েছে।

এই পুরো প্রক্রিয়ারই বিরোধিতায় সোচ্চার হয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, ‘ভারতীয় সেনাবাহিনীর যে গর্ব এবং ঐতিহ্য রয়েছে, তা একজনের রাজনৈতিক কেরিয়ার উজ্জ্বল করতে পণ্যের মতো বিক্রি করা হচ্ছে। অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রীয় সরকার কতটা বিজ্ঞাপন লোলুপ হয়ে উঠেছে, এটি তার সাম্প্রতিকতম উদাহরণ। প্রধানমন্ত্রীর প্রচারের উদ্দেশে রেলের টিকিটে অপারেশন সিঁদুরকে ব্যবহার করা হচ্ছে।’

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, করোনা সময়কালের ঘটনার কথা মনে পড়ে গেল। সেই সময় ভ্যাক্সিনের সার্টিফিকেটে নরেন্দ্র মোদি ছবি দিয়ে প্রচার করছিলেন। কংগ্রেস নেতা উমাঙ্গ সিংঘার দাবি, ‘এর আগেও ভারতীয় সেনাবাহিনীর একাধিক সাফল্যকে ভোটপ্রচারে ব্যবহার করেছেন নরেন্দ্র মোদি।’ এই ব্যাপারে রেল বোর্ডের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর আগে কোভিড টিকাকরণের শংসাপত্রে মোদির ছবি থাকা নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল।
  • তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, করোনা সময়কালের ঘটনার কথা মনে পড়ে গেল।
Advertisement