স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: বাম আমলের থেকে প্রায় দ্বিগুণ বেড়েছে বাংলায় রেজিস্টার্ড সংস্থার সংখ্যা। মঙ্গলবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপী হালদারের প্রশ্নের জবাবে এই তথ্য দিল কর্পোরট বিষয়ক মন্ত্রক। ২০১১ সালের ৩১ মার্চ রাজ্যে মোট পঞ্জীকৃত সংস্থার সংখ্যা ছিল ১ লাখ ৩৭ হাজার ১৫৬। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সেই সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৩৪৩।
এদিন মন্ত্রকের কাছে মথুরাপুর সাংসদ জানতে চান, গত ১৫ বছরে কোন বছর কত সংখ্যক কোম্পানির রেজিস্টার্ড অফিস বাংলায় ছিল। গত পাঁচটি অর্থবর্ষে কতগুলি কোম্পানি তাদের সদর দপ্তর বাংলা থেকে সরিয়ে নিয়ে গিয়েছে ও কতগুলি নতুন কোম্পানি তাদের সদর দপ্তর বাংলায় খুলেছে। জবাবে মন্ত্রক জানিয়েছে, ২০২০-'২১ থেকে চলতি অর্থবর্ষের ৩১ জুলাই পর্যন্ত এমন মোট ৪৪ হাজার ৪০টি কোম্পানি পঞ্জীকৃত হয়েছে, যাদের সদর দপ্তর বাংলায়। আবার রাজ্য থেকে সদর দপ্তর সরে যাওয়া এমন কোম্পানির সংখ্যা এক হাজার ৭৪২।
সম্প্রতি রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য কেন্দ্রের থেকে জবাব পেয়ে দাবি করেছিলেন, বাংলায় কর্মসংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। যে কারণে গত কয়েক বছরে প্রচুর বড় বড় কোম্পানি তাদের সদর দপ্তর বাংলা থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। এদিন তৃণমূল সাংসদের প্রশ্নের জবাব সামনে আসার পর বাংলার শাসকদল বলতে শুরু করেছে, বর্তমান সরকারের আমলে কর্মসংস্কৃতি কত বেড়েছে, তা বাম আমলের থেকে প্রায় দ্বিগুণ কোম্পানি দেখলেই স্পষ্ট।
বিজেপিকে কটাক্ষ করে বলা হয়েছে, গত পাঁচ অর্থবর্ষের হিসাবে নতুন কোম্পানির তুলনায় সদর দপ্তর সরিয়ে নেওয়া কোম্পানির পরিমাণ 8 শতাংশেরও কম। এর পালটা আবার রাম-বাম দুই দলের তরফেই বলা হচ্ছে, যে সমস্ত কোম্পানির হিসাব এদিন দেওয়া হয়েছে, তাতে কোন মাপের কোম্পানি, তার উল্লেখ নেই।
