নন্দিতা রায়, নয়াদিল্লি: আর কিছুক্ষণের মধ্যেই সংসদে পেশ হতে চলেছে 'এক দেশ, এক নির্বাচন' বিল। একদিকে তা পাশ করাতে মরিয়া কেন্দ্রের শাসকপক্ষ। অন্যদিকে, এই বিলের তীব্র বিরোধিতায় কোমর বাঁধছে বিরোধী শিবির। কংগ্রেস, তৃণমূল-সহ সমস্ত বিরোধী দলের তরফে সাংসদদের সবাইকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার হুইপ জারি হয়েছে। এনিয়ে আগেও তৃণমূল সাংসদরা বিরোধিতা করেছিলেন। এবার বিলটি পেশের কিছুক্ষণ আগে তীব্র আক্রমণ করে সোশাল মিডিয়ায় পোস্ট দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, 'এক দেশ, এক নির্বাচন' সরাসরি গণতন্ত্রের উপর আঘাত। গণতন্ত্রের বৈচিত্রকে নষ্ট করা। রীতিমতো হুঁশিয়ারির সুরে পোস্টে অভিষেকের দাবি, "তবে বাংলাও চুপ করে বসে থাকবে না। এর বিরুদ্ধে লড়াই চলবে।''
তৃণমূল সাংসদের আরও বক্তব্য, 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে এখনও আলোচনা চলছে। তার মধ্য়েই সরকার বিল পেশ করতে চলেছে। এটা মোটেই কাম্য নয়। এটা শুধু গণতন্ত্রের উপর আঘাত নয়, এতদিন ধরে দেশের গণতন্ত্রকে মজবুত করে তুলতে দেশের মনীষীরা যে এত সংগ্রাম করেছেন, তা আজ তছনছ হতে চলেছে বলে মত অভিষেকের।
কেন্দ্রকে আরও আক্রমণ করে অভিষেক চ্যালেঞ্জের সুরে লেখেন, বাংলা বসে থাকবে না। সর্বোচ্চ শক্তি দিয়ে গণতন্ত্রের আত্মাকে রক্ষা করে সর্বনাশা বিল থেকে দেশকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করবে। এদিন কংগ্রেসের তরফেও সমস্ত সাংসদকে উপস্থিত থাকার জন্য হুইপ জারি হয়েছে। সবমিলিয়ে, আজ 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে সংসদে প্রবল হইহট্টগোলের সম্ভাবনা।