shono
Advertisement
peration Sindoor

অপারেশন সিঁদুর নিয়ে NDA মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি, মমতারা কী দোষ করলেন? প্রশ্ন কংগ্রেসের

সংসদের বিশেষ অধিবেশন কেন ডাকছেন না মোদি, কী লুকোতে চাইছেন? প্রশ্ন কংগ্রেসের।
Published By: Subhajit MandalPosted: 08:57 PM May 14, 2025Updated: 08:57 PM May 14, 2025

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি:  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কর্নাটকের সিদ্দারামাইয়া, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন-সহ বিরোধী মুখ্যমন্ত্রীরা কি অপরাধ করলেন যে প্রধানমন্ত্রী তাঁদের বাদ দিয়ে বৈঠকে বসছেন? প্রশ্ন তুলল কংগ্রেস। এমনকী সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানানো হলেও প্রধানমন্ত্রী কর্ণপাত করছেন না বলে অভিযোগ কংগ্রেসের। বুধবার দলের জাতীয় কর্মসমিতির বিশেষ বৈঠকের পর রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ অভিযোগ করেন, এতেই প্রমাণ হয়, অপরেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

Advertisement

অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন শুধু এনডিএর মুখ্যমন্ত্রীদের সেই বৈঠকে ডাকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। সেই সঙ্গে সমস্ত মুখ্যমন্ত্রীকে বৈঠকে ডাকার দাবি জানান হলো কংগ্রেসের তরফে। এইভাবে মুখ্যমন্ত্রীদের সভা করে প্রধানমন্ত্রী বিভাজনের রাজনীতি করছেন বলে অভিযোগ করেন জয়রাম। তিনি জানান, অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে প্রতিটি রাজ্যে কংগ্রেসের তরফে জয়হিন্দ সভা হবে। সেখান থেকে কোন কোন শর্তে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেওয়া হল তাও জনসমক্ষে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার রাহুল গান্ধীর উপস্থিতিতে বিহার থেকে জয়হিন্দ সভার সূচনা করার সিদ্ধান্ত নেয় দলের জাতীয় কর্মসমিতি। জয়রামের কথায়, পহেলগাঁওয়ের হামলার গোয়েন্দা ব্যর্থতার দায় কার তা আজও কেন্দ্রের তরফে স্বীকার করা হয়নি। কেন সেদিন ঘটনাস্থলে কোনও নিরাপত্তারক্ষী ছিল না তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

কংগ্রেসের অভিযোগ, অপারেশন সিঁদুর নিয়ে দু-দুটি সর্বদলীয় বৈঠক হলেও একটাতেও প্রধানমন্ত্রী হাজির ছিলেন না। তাঁর উপস্থিতিতে সর্বদলীয় ডাকার দাবি তোলা হয় শতাব্দীপ্রাচীন দলের তরফে। কংগ্রেসের অভিযোগ, দলমত নির্বিশেষে অপারেশন সিঁদুর সমর্থন করা হলেও সংসদের বিশেষ অধিবেশন এখনও ডাকা হল না। দেশের জনগন সরকারের পাশে দাঁড়িয়েছে। সেই জনগনেরর প্রতিনিধি সাংসদরা। কিন্তু দেশের সাংসদদের অন্ধকারে রাখা হচ্ছে। তার মানে দেশবাসীর কাছে কিছু লুকোতে চাইছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর যতবার এরকম পরিস্থিতি হয়েছে ততবার সংসদের বিশেষ অধিবেশন ডেকে সাংসদদের অবহিত করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানানো হলেও প্রধানমন্ত্রী কর্ণপাত করছেন না বলে অভিযোগ কংগ্রেসের।
  • বুধবার দলের জাতীয় কর্মসমিতির বিশেষ বৈঠকের পর রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ অভিযোগ করেন, এতেই প্রমাণ হয়, অপরেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
  • অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement