shono
Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ছাড়াল ৪ হাজারের গণ্ডি, সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের

করোনা সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়েছে মহারাষ্ট্রে।
Posted: 10:32 AM Apr 05, 2023Updated: 01:52 PM Apr 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উদ্বেগ বাড়াল করোনার দৈনিক সংক্রমণ। গত বছর সেপ্টেম্বরের পর এই প্রথম একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল চার হাজারেরও বেশি। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৪৩৫ জন। গতকাল যে সংখ্যাটা ছিল তিন হাজারের কিছু বেশি। করোনা (Corona Virus) সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়েছে মহারাষ্ট্রে। একলাফে ১৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার। আবার সোমবার দিল্লিতে কোভিড থাবা বসিয়েছিল ৫২১ জনের শরীরে। ফলে সব মিলিয়ে বেড়েই চলেছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে অ্যাকটিভ কেস ২৩,০৯১।

[আরও পড়ুন: আগামী ৪-৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, উত্তরে বৃষ্টির সম্ভাবনা]

মারণ ভাইরাস এখনও কাড়ছে মানুষের প্রাণ। তবে তারই মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। পাশাপাশি আগের তুলনায় অনেকটাই কমেছে হাসপাতালে ভরতির সংখ্যা। নতুন করে মারণ ভাইরাস উদ্বেগ বাড়ানোয় ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তারপরই প্রশ্ন ওঠে, তবে কি ফের ফিরতে চলেছে মাস্ক? যদিও এখনও তা বাধ্যতামূলক হয়নি। তবে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীরা ভিড়ের মধ্যে থাকলে অবশ্য তাঁদের মাস্ক পরতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংও বলেন, বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে কেন্দ্রের তরফে বিমানযাত্রার সময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলছেন, করোনার দৈনিক সংখ্যা বাড়লেও উদ্বেগের কারণ নেই। বরং সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ। নিজেদের সুরক্ষিত রাখতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাও। এদিকে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি জানান, প্রয়োজনে আইনজীবীরা ভারচুয়ালি আদালতে হাজির থাকতে পারেন। সশরীরে না উপস্থিত হলেও চলবে।

[আরও পড়ুন: প্রেমিকার বরকে খুন করতেই ‘বিয়ের উপহার’ মিউজিক সিস্টেমে রাখেন বোমা! গ্রেপ্তার প্রেমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement