সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার লোভ খুবই ক্ষতিকর। এর ফল ভোগ করতে হবে। মানুষ বোকা নয়। জেডি (ইউ) সুপ্রিমো ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এ ভাষাতেই হুঁশিয়ারি দিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে ও বিহারের সদ্যপ্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
[পদত্যাগ করে নয়া শক্তিতে ফেরাই নীতীশের রাজনৈতিক স্ট্র্যাটেজি!]
প্রসঙ্গত, বিহারের লালু-নীতীশ জোট সরকারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের রেল দুর্নীতিতে জড়িযে পড়া থেকেই মহাজোটে ভাঙনের সূত্রপাত। দীর্ঘ টালবাহানার পরও উপ মুখ্যমন্ত্রী পদ থেকে লালু তনয়ের ইস্তফা নিয়ে কোনও রফাসূত্রে পৌঁছতে পারেনি আরজেডি ও জেডি (ইউ)। শেষপর্যন্ত বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। আর প্রায় সঙ্গে সঙ্গেই নীতীশকে সমর্থনের কথা ঘোষণা করে বিজেপি। বিজেপির সমর্থন নিয়ে রাতারাতি ফের বিহারে সরকারও গঠন করে ফেলেছে জেডি (ইউ)। মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। লালুর ছোট ছেলে তেজস্বী যাদবের অভিযোগ, বিহারের উপ মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পারফরম্যান্সে বিচলিত হয়ে পড়েছিলেন নীতীশ কুমার। তাই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহাজোট ভেঙে ফেলার ছক কষেন তিনি। টুইটারে তেজস্বী লিখেছেন, ‘যখন বিহারের উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম, তখন অতীতের ঘটনা আমাকে বিচলিত করেনি। মানুষ আমার কাছ যা প্রত্যাশা করেছিল, আমি সেইমতোই কাজ করেছিলাম। কিন্তু, আমার পারফরম্যান্স আমাদের জোটসঙ্গী ও বিজেপিকে বিচলিত করে তুলেছিল।’
তেজস্বীর দাবি, উপ মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজের কোনও খুঁত বের করতে পারেনি জেডিইউ। তাই তাঁকে সরিয়ে দিতে ‘সুবিধাবাদী’ রাজনীতির আশ্রয় নিতে হল নীতীশ কুমারকে। তিনি বলেন, মানুষ বোকা নয়। এটা কখনওই মেনে নেবে না তাঁরা।
[‘যা হচ্ছে তা দেশের গণতন্ত্রের জন্য শুভ সংকেত নয়’]
The post সুবিধাবাদী রাজনীতির ফল ভুগতে হবে, নীতীশকে হুঁশিয়ারি তেজস্বীর appeared first on Sangbad Pratidin.