সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'সর তন সে জুদা' অর্থাৎ 'ধড় থেকে মুণ্ডু আলাদা' স্লোগান দেশের সার্বভৌমত্ব ও আইনকে সরাসরি চ্যালেঞ্জ। এমনটাই জানিয়ে ২০০৫ সালে বরেলি হিংসায় অভিযুক্তের জামিন খারিজ করল এলাহাবাদ হাই কোর্ট। আদালতের মতে, এই ধরনের স্লোগান দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। কারণ, এই ধরনের স্লোগান হিংসা ও সশস্ত্র বিদ্রোহকে ইন্ধন যোগায়।
এই বিতর্কের সূত্রপাত ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে বরেলিতে। ইত্তেফাক মিন্নাত পরিষদের সভাপতি মাওলানা তৌকির রজা রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহের ডাক দেন। সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন, বেছে বেছে মুসলিম যুবকদের উপর অত্যাচার করা হচ্ছে। তাঁদের মিথ্যে মামলায় ফাসানো হচ্ছে। সেই সময় বিহারীপুরে এক জনসভায় স্লোগান তোলা হয়, 'গুস্তাখ-এ-নবি কী এক সাজা, সর তন সে জুদা'। অর্থাৎ, 'মহম্মদ বিরোধীদের একটাই সাজা, তা হল দেহ থেকে ধড় আলাদা।' সেই সভায় উপস্থিত উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে। শীর্ষ ২৫ জন মুসলিম নেতা ও ১৭০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পরে তাঁদের অনেককে গ্রেপ্তারও করা হয়। অভিযুক্তদের মধ্যে রিহান নামে এক যুবক দাবি করেন তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। জামিনের দাবিও তোলেন তিনি।
যদিও পুলিশের রিপোর্টে জানা যাচ্ছে, সেদিনের সভায় অভিযুক্ত উপস্থিত ছিলেন। সেখানে আপত্তিকর স্লোগানের পাশাপাশি পুলিশের উপর হামলাতেও সক্রিয় ছিলেন। এই মামলার শুনানিতে জামিন খারিজের পাশাপাশি আদালত জানায়, নবিকে অবমাননার জন্য শিরচ্ছেদের বিধান আদালত অবমাননা তো বটেই পাশাপাশি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে সরাসরি চ্যালেঞ্জ। এই ধরনের স্লোগান দেশের বিচারব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করে। আদালতের মতে সব ধর্মেই ধর্মীয় স্লোগান রয়েছে, তা ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও শ্রদ্ধা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। যেখানে নিজ নিজ ঈশ্বরকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়। এতে কোনও অন্যায় নেই। কিন্তু স্লোগান যদি বিদ্বেষপূর্ণভাবে অন্য ধর্মের লোকেদের ভয় দেখানোর জন্য ব্যবহৃত হয় সেটা অপরাধ। শুধু তাই নয়, যে স্লোগান দেওয়া হয়েছে সেটা মুসলিমদের সঙ্গে সম্পর্কিত কোনও ধর্মীয় গ্রন্থে নেই।
এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, 'যদি কোন ইসলাম ধর্মাবলম্বী নবিকে অপমান করার অভিযোগে কোন ব্যক্তির শিরশ্ছেদের দাবিতে স্লোগান তোলে, তাহলে তা স্বয়ং নবি মহম্মদের শিক্ষা ও আদর্শের অবমাননার শামিল।' এমনটাই জানিয়ে অভিযুক্তের জামিন খারিজ করেছে এলাহাবাদ হাই কোর্ট।
