রেকর্ড দাম স্পর্শ করল পেট্রল-ডিজেল, মোদির জমানায় সর্বোচ্চ

09:07 AM Jan 24, 2018 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার আরও একদফা দাম বাড়ল পেট্রল-ডিজেলের। ২০১৪-য় নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর এবার সর্বোচ্চ সীমা স্পর্শ করল পেট্রল-ডিজেলের দাম। রাষ্ট্রীয় তেল সংস্থাগুলি জানিয়েছে, আজ পেট্রলের দাম ৫ পয়সা ও ডিজেলের দাম ১৮ পয়সা বেড়েছে।

Advertisement

[পেট্রলের দাম কমবে দ্রুতই, আশ্বাস মন্ত্রীর]

রাজধানী দিল্লিতে আজ পেট্রলের দাম প্রতি লিটারে ৭২.৪৩ টাকা, যা ২০১৪-র মার্চ মাসের পর সর্বোচ্চ। ডিজেলের দাম লিটার পিছু ৬৩.৩৮ টাকা। মুম্বইতে পেট্রলের দাম ৮০-র গন্ডি ছাড়িয়েছে। গোটা দেশের মধ্যে সেখানেই পেট্রোপণ্যের দাম সবচেয়ে বেশি। মুম্বইতে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৬৭.৫০ টাকায়। স্থানীয় সেলস ট্যাক্স সবচেয়ে বেশি হওয়ায় বাণিজ্যনগরীতে পেট্রল-ডিজেলের দাম অন্যান্য শহরের চেয়ে বেশি। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ায় ভারতেও তার প্রভাব বেড়েছে।

Advertising
Advertising

[পেট্রল-ডিজেলের দিন শেষ, এবার বিদ্যুতেই চলবে সব গাড়ি!]

পেট্রল-ডিজেলের লাগাতার দাম বৃদ্ধির প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে এসে পড়েছে। কলকাতায় বাসভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভের আঁচ পেয়ে কেন্দ্রীয় পেট্রোপণ্য মন্ত্রকের তরফে অর্থমন্ত্রককে অনুরোধ করা হয়েছে আসন্ন সাধারণ বাজেটে পেট্রল-ডিজেলের দামের উপর শুল্কে কিছুটা ছাড় দিতে। প্রতি লিটার পেট্রলে ১৯.৪৮ টাকা ও ডিজেলে ১৫.৩৩ টাকা শুল্ক বসায়। দিল্লিতে প্রতি লিটার পেট্রলে ভ্যাট ১৫.৩৯ টাকা ও ডিজেলে ৯.৩২ টাকা। মধ্যবিত্তর উপর পেট্রল-ডিজেলের দামের বোঝা কমাতে কেন্দ্রীয় সরকার আসন্ন বাজেটে কিছুটা স্বস্তি দেওয়ার কথা চিন্তাভাবনা করছে।

[এবার পেট্রল-ডিজেলেরও হোম ডেলিভারির ভাবনা কেন্দ্রের]

The post রেকর্ড দাম স্পর্শ করল পেট্রল-ডিজেল, মোদির জমানায় সর্বোচ্চ appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next