shono
Advertisement

‘বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে ভালবাসি মোদিকেই’, জি২০ বৈঠকে বললেন ইটালির প্রধানমন্ত্রী

এদিন একান্ত বৈঠকে মিলিত হন দুই বিশ্বনেতা।
Posted: 02:49 PM Mar 02, 2023Updated: 02:51 PM Mar 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি২০ বৈঠকে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন ইটালির (Italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানিয়ে দিলেন, বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে বেশি ভালবাসার যোগ্য মোদিই। সেই সঙ্গে তাঁর আশা, জি২০-র সভাপতি ভারত ইউক্রেনে রুশ হামলা রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন একান্ত বৈঠকে মিলিত হন দুই বিশ্বনেতা।

Advertisement

এদিন জর্জিয়াকে (Giorgia Meloni) বলতে শোনা যায়, ”মোদি সারা বিশ্বের নেতাদের মধ্যে সবচেয়ে ভালবাসার যোগ্য়। এটা প্রমাণিত যে তিনি একজন উল্লেখযোগ্য নেতা হয়ে উঠেছেন। তাঁকে অভিনন্দন। আমাদের আশা, জি২০ সভাপতি হিসেবে ভারতর ইউক্রেনের পরিস্থিতি শোধরানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” পাশাপাশি দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তাঁর বক্তব্য, ”মোদি জানেন উনি আমাদের উপরে ভরসা করতে পারেন। জি২০ সম্মেলনে আমাদের সহযোগিতার পাশাপাশি আমি বিশ্বাস করি আগামিদিনেও আমরা একসঙ্গে অনেক কিছু করতে পারি।”

[আরও পড়ুন: কংগ্রেস নেতার মেয়ের NGOতে বন্ধ বিদেশি অনুদানের লাইসেন্স, তোপ বিরোধীদের]

বৃহস্পতিবার জর্জিয়াকে রাষ্ট্রপতি ভবনে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। পরে দুই বিশ্বনেতা বৈঠক করেন। তাঁদের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি নানা বিষয়ে কথা হয়েছে বলে জানাচ্ছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

[আরও পড়ুন: আফস্পা-ক্ষোভের প্রভাব পড়ল না ভোটে, নাগাল্যান্ডে ফের ফিরছে বিজেপি জোট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement