shono
Advertisement

Breaking News

‘কুর্নিশ’, অটিজম আক্রান্তের ‘নাটু নাটু’ গানে মুগ্ধ মোদি! জড়িয়ে ধরলেন গায়ককে

তেলেঙ্গানার যুবককে দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী।
Posted: 10:10 AM Jul 09, 2023Updated: 10:10 AM Jul 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটিজমে আক্রান্ত তেলেঙ্গানার (Telangana) এক গায়ক মন জিতে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। ‘নাটু নাটু’ গানটি গেয়ে ও নেচে তিনি কার্যতই মুগ্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। টুইটারে একটি পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন মোদি।

Advertisement

কামিসেট্টি ভেঙ্কট নামের ওই গায়কের প্রশংসা করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অসাধারণ কামিসেট্টি ভেঙ্কট তারুণ্যের দীপ্তি ও প্রতিভার পাওয়ারহাউস। উনি ওঁর অটিজমের কাছে পরাস্ত হননি, গান চালিয়ে গিয়েছেন। তিনি ‘নাটু নাটু’ গানটি গাইলেন ও নাচলেন। আমি ওঁর মনোবলকে কুর্নিশ করি।’ পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে মোদিকে দেখা গেল ওই গায়ককে জড়িয়ে ধরতে।

[আরও পড়ুন: পঞ্চায়েত ক্ষোভকে লোকসভায় কাজে লাগান! বঙ্গ বিজেপিকে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বর]

শনিবার তেলেঙ্গানায় এক জনসভায় বক্তব্য রাখেন মোদি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কেসিআরের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। এদিন ওয়ারাঙ্গালের ৬ হাজার ১০০ কোটি টাকার নানা প্রকল্পের শিলান্যাসও করেন প্রধানমন্ত্রী। ওই অঞ্চলের নকশাল হামলায় নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি।

[আরও পড়ুন: ‘এমনটা ভাবাও ভুল’, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আপত্তি মোদির ‘বন্ধু’ আজাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement