shono
Advertisement

আসিয়ান সম্মেলনে মোদি-ট্রাম্প বৈঠক, জোর দ্বিপাক্ষিক সম্পর্কে

মোদিকে 'পরম বন্ধু' বললেন ট্রাম্প... The post আসিয়ান সম্মেলনে মোদি-ট্রাম্প বৈঠক, জোর দ্বিপাক্ষিক সম্পর্কে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:54 PM Nov 13, 2017Updated: 03:51 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতোই আসিয়ান সম্মেলনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকের ২৪ ঘন্টার মধ্যেই আলাদাভাবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মিলিত হন মোদি। তাঁকে ‘বন্ধু’ ও ‘সজ্জন’ বলে অভিহিত করেন ট্রাম্প, খবর পিটিআইয়ের। ট্রাম্প বলেন, ‘হোয়াইট হাউসে আগেও আমাদের কথা হয়েছে। উনি আমার বন্ধু। মোদি দারুণ কাজ করছেন। আশা করি, আমরা একসঙ্গে কাজ করলে বহু সমস্যারই সমাধান করতে পারব।’

Advertisement

[ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরাক-ইরান, মৃত অন্তত ৩২৮]

বৈঠকে মোদি এদিন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাদাভাবে বৈঠক করতে পেরে আমি খুশি। প্রতিদিনই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও জোরদার হচ্ছে। শুধু ভারত নয়, সমগ্র এশিয়ার স্বার্থেই এই জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ মোদি আরও বলেন, ‘ভারত সফরে এসে ট্রাম্পের কথা শুনেই বোঝা গিয়েছে যে তিনি কতটা উদ্যমী ও আশাবাদী। বিশ্বশান্তির স্বার্থে ভারত ও আমেরিকার বন্ধুত্ব খুবই জরুরি। আমেরিকা ও গোটা বিশ্ব ভারতের কাছ থেকে যা চায়, আশা করি আমরা সেই দাবি পূরণে সক্ষম হব।’

ম্যানিলাতে হোটেল সফিটেলে বৈঠকে বসেন এই দুই রাষ্ট্রনেতা। ফিলিপাইন্স সফরে মোদি যেখানে রয়েছেন সেই ‘দ্য ম্যারিয়ট’ থেকে গাড়িতে তার দূরত্ব মাত্র ৫ মিনিট। মোদির সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশসচিব এস জয়শঙ্কর ও বিদেশমন্ত্রকের অন্যান্য কর্তারা। সূত্রের খবর, ভারতের সঙ্গে জোটবদ্ধ হয়ে মার্কিন নেতৃত্ব বার্তা দিতে চায়, একুশ শতকের বিশ্বের পালটে যাওয়া মানচিত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর আসিয়ান বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে ভাষণ দেন মোদি। সেখানে নয়া ভারত গড়ে তোলার স্বপ্ন ব্যক্ত করেন তিনি। উল্লেখ করেন নানা কেন্দ্রীয় প্রকল্পের কথাও।

[আসিয়ান সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় মোদি, আলিঙ্গন ট্রাম্পকে]

দেখুন ভিডিও:

The post আসিয়ান সম্মেলনে মোদি-ট্রাম্প বৈঠক, জোর দ্বিপাক্ষিক সম্পর্কে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার