shono
Advertisement
UAE President

যুদ্ধের মেঘ ইরানে! তার মাঝেই দিল্লিতে আমিরশাহীর প্রেসিডেন্ট, জড়িয়ে ধরলেন মোদি

মোদির সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতে মাত্র দু'ঘণ্টার সফরে ভারতে এসেছেন আমিরশাহীর প্রেসিডেন্ট।
Published By: Kishore GhoshPosted: 05:24 PM Jan 19, 2026Updated: 06:00 PM Jan 19, 2026

দিল্লিতে ঝটিকা সফরে আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএই প্রেসিডেন্টকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, মোদির সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতেই মাত্র দু'ঘণ্টার সফরে ভারতে এসেছেন আমিরশাহীর প্রেসিডেন্ট। ইরানে খামেনেই বিরোধী বিক্ষোভ, মার্কিন হুঁশিয়ারি, তার মধ্যে ইউএই প্রেসিডেন্টের ভারত সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে বিমানবন্দরে আমিরশাহীর প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাচ্ছেন মোদি। বিমানবন্দরেই রেড কার্পটে 'গার্ড অফ অনার' সম্মানিত করা হয় প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে। একটি গাড়িয়ে হাসি মুখে উভয় রাষ্ট্রনেতার সফর করার ছবিও প্রকাশ্যে এসেছে। ইউএই প্রেসিডেন্টের সফর সংক্ষিপ্ত হলেও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এক্স হ্যান্ডেলের পোস্টে শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে 'ভাই' বলে সম্বোধন করেছেন মোদি। একাধিক ছবি-সহ লিখেছেন, "আমার ভাইকে স্বাগতকে জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মহামান্য শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই সফর ভারত এবং আরব আমিরশাহীর মধ্যে শক্তিশালী বন্ধুত্বের উদাহরণ। আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মনে করা হচ্ছে, ইউএই প্রেসিডেন্টের তৃতীয় সফরে ইরানের খামেনেই বিরোধী বিক্ষোভ, মার্কিন রাষ্ট্রপ্রতি ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, তৎসহ মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়েও কথা হবে।

প্রসঙ্গত, একদিন আগেই সুর চড়িয়ে ইরানের আয়াতোল্লা আলি খামেনেইয়ের সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পালটা ট্রাম্পকে হুমকি দিয়েছে তেহরানও। তারা সাফ জানিয়ে দিয়েছে, খামেনেইয়ের উপর কোনও আক্রমণ হলে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আমেরিকা যদি কোনও পদক্ষেপ করে, তাহলে ছেড়ে কথা বলবে না তেহরানও, স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কিনা এখনও যুদ্ধের মেঘ কাটছে ইরানের আকাশ থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement