shono
Advertisement

Breaking News

Donald Trump

ওভাল অফিসে লাল পতাকা, 'প্রিয় বন্ধু' ট্রাম্পকে জয়ের শুভেচ্ছা মোদির

আগামিদিনে ট্রাম্পের সাফল্য কামনা করার পাশাপাশি ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন নমো। 
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:11 PM Nov 06, 2024Updated: 02:48 PM Nov 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড গড়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে বর্ষীয়ান এই নেতা। ৫৩৮ আসন সংখ্যার মধ্যে ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলেছেন তিনি। মার্কিন আইনসভার দুকক্ষেই জয়জয়কার রিপাবলিকানদের। হোয়াইট হাউসের ওভাল অফিসে উড়তে চলেছে লাল পতাকা। 'প্রিয় বন্ধু'র এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামিদিনে তাঁর সাফল্য কামনা করার পাশাপাশি ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন নমো। 

Advertisement

দ্বিতীয়বার ক্ষমতায় আসার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বন্যায় ভাসছেন ট্রাম্প। ভোটের ফলাফল সামনে আসতেই বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণ দেন তিনি।  বর্ষীয়ান নেতা বলেন, “এই জয় ঐতিহাসিক। ধন্যবাদ জানাই আমেরিকাবাসীকে। আপনাদের ভবিষ্যতের জন্য আমি লড়াই করব। ফের আমেরিকাকে সোনার দেশে পরিণত করব।” আর এই অঙ্গীকার যাতে সফল হয় সেই কামনা করলেন 'বন্ধু' মোদি। আজ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'ঐতিহাসিক জয়ের জন্য প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অনেক শুভেচ্ছা। আমি আগামিদিনে তাঁর সাফল্য কামনা করি। আমি খুবই আগ্রহী আমাদের সম্পর্কে পুনর্জীবিত করার জন্য। এই বন্ধন কৌশলগত দিক দিয়ে ভারত-আমেরিকাকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও মানবকল্যাণে আমরা একযোগে কাজ করব।' 

Heartiest congratulations my friend @realDonaldTrump on your historic election victory. As you build on the successes of your previous term, I look forward to renewing our collaboration to further strengthen the India-US Comprehensive Global and Strategic Partnership. Together,… pic.twitter.com/u5hKPeJ3SY

— Narendra Modi (@narendramodi) November 6, 2024

ট্রাম্প ও মোদির বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। ২০১৯ সালে মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আমেরিকার মাটিতে হাউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠান আয়োজন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে হাজার হাজার ভারতীয়-মার্কিনদের সামনে মঞ্চে দুই বন্ধুকে একসঙ্গে দেখা গিয়েছিল। অনুষ্ঠানে নমোকে চেঁচিয়ে ”আব কি বার, ট্রাম্প সরকার” বলে প্রচার করতেও দেখা গিয়েছিল। পরের বছর ২০২০ সালে মোদির আমন্ত্রণে ট্রাম্প এসেছিলেন দিল্লিতে। দুই বিশ্বনেতার মেগা রোড শো চমকে দিয়েছিল সকলকে। পরে গুজরাটের আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যায় দুজনকে। দীর্ঘ সময়ে পেরিয়ে ফের একবার আমেরিকায় ছুটছে ট্রাম্পের বিজয়রথ। ফলে মোদি-ট্রাম্পের বন্ধুত্বে আরও মজবুত হবে দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক। আর আগামিদিনে ‘হাউডি মোদি ২.০’ ও 'নমস্তে ট্রাম্প ২.০' দেখতে দুদেশই যে মুখিয়ে রয়েছে তা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড গড়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
  • আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে বর্ষীয়ান এই নেতা। ৫৩৮ আসন সংখ্যার মধ্যে ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলেছেন তিনি।
  • মার্কিন আইনসভার দুকক্ষেই জয়জয়কার রিপাবলিকানদের। হোয়াইট হাউসের ওভাল অফিসে উড়তে চলেছে লাল পতাকা।
Advertisement