shono
Advertisement
Narendra Modi

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের মাঝেই নেতানিয়াহুকে ফোন মোদির, কী কথা দুই রাষ্ট্রপ্রধানের?

নেতানিয়াহুকে ফোন করে নতুন বছরের শুভেচ্ছা জানান মোদি।
Published By: Amit Kumar DasPosted: 04:51 PM Jan 07, 2026Updated: 04:51 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় আমেরিকায় হামলা ও প্রেসিডেন্টকে অপহরণের ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। আমেরিকার সাম্রাজ্যবাদী মানসিকতা নিন্দায় সরব হয়েছে বহু দেশ। ভারতও এই ইস্যুতে বিবৃতি দিয়েছে। এহেন ডামাডোলের মাঝেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, এই ফোনাপালে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের।

Advertisement

বুধবার দুপুরে এক্স হ্যান্ডেলে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করার কথা প্রকাশ্যে আনেন প্রধানমন্ত্রী মোদি। যেখানে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমার বন্ধু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করতে পেরে ও ইজরায়েলের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। চলতি বছরে ভারত ও ইজরায়েল দুই দেশের কৌশলগোল অংশিদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে বিশদে কথা হয়েছে আমাদের।' এর পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমরা বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়েও নিজেদের মতামত বিনিময় করেছি এবং যে কোনওরকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও শক্ত হাতে লড়াইয়ের যৌথ সংকল্প পুনর্ব্যক্ত করেছি।' ভেনেজুয়েলা ইস্যুতে এই ফোনালাপে কোনওরকম আলোচনা হয়েছে কিনা তা স্পষ্টভাবে জানা জানালেও, সূত্রের খবর আলোচনায় উঠে এসেছে সে প্রসঙ্গও।

উল্লেখ্য, ২০১৮ সালে শেষবার ভারত সফরে এসেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ২০২৫ সালের তাঁর ভারত সফরে আসার কথা থাকলেও, নানা জটিলতায় বাতিল হয় সেই সফর। জানা যাচ্ছে, ডিসেম্বরে নেতানিয়াহুর ভারত সফর স্থগিত হওয়ার পর ফের তাঁর ভারতে আসার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে, নেতানিয়াহুর ভারত সফর নিয়েও ফোনে কথা হয় নরেন্দ্র মোদির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • জানা যাচ্ছে, এই ফোনাপালে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের।
Advertisement