সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব জল্পনার অবসান। প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার (PM Narendra Modi’s New Cabinet:) নয়া ৪৩ সদস্যের নাম। মন্ত্রিত্ব পেলেন বাংলার চার সাংসদ-সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর। তবে তাঁরা কে কোনও মন্ত্রিত্ব পাচ্ছেন, আদৌও পূর্ণমন্ত্রী হচ্ছেন কি না তা এখনও স্পষ্ট নয়। এদিন মন্ত্রিত্ব হারিয়েছেন দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয়রা।
Advertisement
মোদির মন্ত্রিসভার বাকি সদস্যরা হলেন-
- নারায়ন টাটু রানে
- সর্বানন্দ সোনেওয়াল
- ড. বীরেন্দ্র কুমার
- জোতিরাদিত্য সিদ্ধিয়া
- রামচন্দ্রপ্রসাদ সিং
- অশ্বিনী বৈষ্ণব
- পশুপতি কুমার পরশ
- কিরণ রিজিজু
- রাজকুমার সিং
- হরদীপ সিং পুরী
- মনসুখ মান্ডোবিয়া
- ভুপেন্দ্র যাদব
- পুরুষোত্তম রুপালা
- জি কিষান রেড্ডি
- রাজকুমার সিং
- হরদীপ সিং পুরী
- মনসুখ মান্ডব্য
[আরও পড়ুন: মোদির মন্ত্রিসভার রদবদলের আগেই পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর, ইস্তফা বাবুলেরও]
- ভুপেন্দ্র যাদব
- পুরুষোত্তম রুপালা
- জি কিষান রেড্ডি
- অনুরাগ সিং ঠাকুর
- পঙ্কজ চৌধুরী
- অনুপ্রিয়া সিং প্যাটেল
- সত্যপাল সিং বাঘেল
- রাজীবচন্দ্র শেখর
- শোভা করণদোলজে
- ভানুপ্রতাপ সিং বর্মা
- দর্শনা বিক্রম জার্দোশ
- মীনাক্ষী লেখী
- অন্নপূর্ণা দেবী
- এ নারায়ণস্বামী
- কৌশল কিশোর
- অজয় ভাট
- বি এল বর্মা
- অজয় কুমার
- দেবুসিন চৌহান
- ভগবন্ত খুবা
- কপিল মোরেশ্বর পাটিল
- প্রতিমা ভৌমিক
- ভগবত কিষাণরাও কারাদ
- রাজকুমার রঞ্জন সিং
- ভারতী প্রবীণ পওয়ার
- বিশ্বেশ্বর টুডু
- মুঞ্জাপারা মহেন্দ্রভাই
- এল মুরুগান
[আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে দেবশ্রী চৌধুরীকে ইস্তফার নির্দেশ]
রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই রদবদল করা হল। একাধিক হেভিওয়েট বিজেপি নেতাদের সরিয়ে ফের সংগঠনের কাজে নিয়োগ করা হবে। উলটোদিকে মন্ত্রিসভায় তরুণদের স্থান দিয়ে চমক দিলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ জুটি।