সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘…চির-নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ’-গোটা বাংলাই আজ হয়তো জেগে উঠেছে এই সুরে। রবীন্দ্রনাথের জন্মদিন বাঙালির কাছে তো বটেই গোটা দেশেই যেন এক বিশেষ পার্বণ। আর এই উপলক্ষে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন গুরুদেবের কথা বলতে গিয়ে প্রণববাবু জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে তুলে ধরার নিরিখে রবীন্দ্রনাথই ছিলেন প্রকৃত অ্যাম্বাসডর। এমন একটা সময়ে তিনি এ কাজ করেছিলেন, যখন ভারতের কথা বাইরের পৃথিবী তেমন জানত না। জাতি-ধর্ম-ভাষার ভেদাভেদে জর্জরিত একটি পৃথিবীকে গুরুদেব অন্যরকম আন্তর্জাতিকতার আস্বাদ দিতে চেয়েছিলেন। চেয়েছিলেন একতা ও সংহতি। রবীন্দ্রনাথের মানবতার ধারণা তাই অন্য এক আকাশ, যা মহামানবের মিলনক্ষেত্রের কথা বলে। রাষ্ট্রের সীমানা পেরিয়ে মানুষে-মানুষে মিলনের সে ভাবনাকেই আরও একবার মনে করিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি জানান, রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যিনি তাঁর ভাবনায় নিজের সময়কেই শুধু জারিত করে রেখেছেন এমনটা নয়, আলোকিত করে চলেছেন ভাবীকালকেও। রবীন্দ্রনাথের জন্মদিন তাই এমন একটি অবসর, যখন তাঁর মানবতার আদর্শে আমরা নিজেদেরকে প্রাণিত করতে পারি।
রবীন্দ্রনাথের স্বাধীন ও স্বতন্ত্র চিন্তার কথা উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাতেও। তিনি জানিয়েছেন, গুরুদেব তাঁর বলিষ্ঠ ভাবনার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান দেশ কখনওই ভুলতে পারে না।
The post রবীন্দ্রনাথের মানবতার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার ডাক রাষ্ট্রপতির appeared first on Sangbad Pratidin.
